shono
Advertisement

পুলিশি হেফাজতে যুবকের রহস্যমৃত্যু

গোমাংস নিয়ে আপত্তিকর মেসেজ ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মিনহাজ আনসারিকে। The post পুলিশি হেফাজতে যুবকের রহস্যমৃত্যু appeared first on Sangbad Pratidin.
Posted: 09:27 PM Oct 12, 2016Updated: 03:57 PM Oct 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশি হেফাজতেই রহস্যজনকভাবে মৃত্যু হল গোমাংস নিয়ে আপত্তিকর মেসেজ ছড়ানোর দায়ে অভিযুক্ত যুবকের। মৃত মিনহাজ আনসারি (২২) ঝাড়খণ্ডের জামতারা জেলার বাসিন্দা। অভিযোগ, পুলিশের অত্যাচারের ফলেই মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

অক্টোবর মাসের দুই তারিখ গোমাংস নিয়ে আপত্তিজনক হোয়াটসঅ্যাপ মেসেজ ছড়ানোর অভিযোগে নারায়ণপুরা পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় আনসারি-সহ দুই ব্যক্তিকে। বাকি দু’জনকে ছেড়ে দেওয়া হলেও পরদিন গ্রেফতার করা হয় আনসারিকে। গ্রেফতারির কয়েকদিন পরই তাঁর বাড়িতে খবর আসে, জেলের মধ্যে ধস্তাধস্তি করতে গিয়ে আঘাত পেয়েছেন আনসারি। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পরিস্থিতির অবনতি হলে শুক্রবার আনসারিকে রাঁচির রাজেন্দ্র ইন্সস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় আনসারির।

আনসারির পরিবারের অভিযোগ, জেলের ভিতরে পুলিশের মারধরের ফলেই মৃত্যু হয়েছে ২২ বছরের যুবকের। পুলিশের তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশের দাবি, মাথায় রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে আনসারির। অবশ্য গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে নারায়ণপুরা পুলিশ স্টেশনের এসআই হরিশ পাঠককে।

The post পুলিশি হেফাজতে যুবকের রহস্যমৃত্যু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement