Advertisement
কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রীকে চেনেন? পিঙ্কি, শ্রীময়ীর আগেও ঘর বেঁধেছিলেন এই নায়িকার সঙ্গে
শ্রীময়ীর সঙ্গে বিয়ে করতেই সংবাদের শিরোনামে কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী।
পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ১০ জানুয়ারি আইনত বিচ্ছেদ হয় কাঞ্চন মল্লিকের। তারপর আর দেরি করেননি, প্রেমদিবসেই শ্রীময়ী চট্টরাজের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলেন তারকা বিধায়ক। কিন্তু এই সুবাদে সংবাদের শিরোনামে কাঞ্চনের প্রথম স্ত্রী।
অনেকেই জানেন না সম্ভবত যে, শ্রীময়ী চট্টরাজ কাঞ্চনের তৃতীয় স্ত্রী। এর আগেও দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন 'জনতা এক্সপ্রেস'-এর মুখ। কিন্তু দুটোর একটাও দীর্ঘস্থায়ী হয়নি!
চেনেন কাঞ্চন মল্লিকের প্রথম বউকে? তিনি বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। অনিন্দিতা দাস। দর্শকদের অন্দরমহলে কখনও গৌরীর শাশুড়ি আবার কখনও বা মহাপীঠ-তারাপীঠ-এ অভিনয় করেছেন।
অনিন্দিতার সঙ্গেই প্রথমে ঘর বেঁধেছিলেন কাঞ্চন মল্লিক। সাড়ে ৭ বছরের দাম্পত্য ছিল অনিন্দিতা-কাঞ্চনের। তখনও কাঞ্চন ততটা জনপ্রিয় হননি।
কিন্তু সেই বিয়ে টেকেনি। ৭ বছর পরই ভেঙে যায় অনিন্দিতা-কাঞ্চনের বিয়ে। প্রথম বিবাহ বিচ্ছেদের পর পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেম হয়। তারপর বিয়ে। কিন্তু পিঙ্কি-কাঞ্চনের দাম্পত্যও টিকল না। সম্প্রতি শ্রীময়ীকে বিয়ে করেছেন তারকা বিধায়ক।
অনিন্দিতা দাস টলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন বিগত দুই দশকে। কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী ছোটপর্দার জনপ্রিয় মুখ।
'চুনি পান্না', 'রোজা', 'গৌরীদান', 'গৌরী এল', 'দত্ত অ্যান্ড বউমা'-সহ বহু সিরিয়ালে অভিনয় করেছেন অনিন্দিতা দাস। ২০০৫ সালে 'হারবার্ট' ছবিতেও ছিলেন তিনি।
বেশিরভাগ সিরিয়ালে মা কিংবা শাশুড়ি বা ননদ-জায়ের চরিত্রে দেখা যায় মিষ্টি অনিন্দিতাকে। কাঞ্চনের পাঠ অনেকদিন আগেই চুকিয়েছেন তিনি।
Published By: Sandipta BhanjaPosted: 03:06 PM Feb 19, 2024Updated: 03:06 PM Feb 19, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
