Advertisement
পুজো আসছে... কুমোরটুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি, দেখে নিন মন ভাল করা ছবিগুলি
উৎসবের আনন্দে করোনাতঙ্ক কাঁটা হলেও পুরোপুরি বেরঙিন নয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব।
করোনা আবহে অনেকটাই ফিকে উৎসবের রং। তাই পুজোর সপ্তাহ দুয়েক আগেও অনেক জায়গাতেই কাজ বেশ খানিকটা পিছিয়ে। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
তপ্ত... মৃৎশিল্পের আঁতুড়ঘরের এই দৃশ্যের জন্যই তো গোটা বছরটা অপেক্ষা করেন পুজোপ্রেমী বাঙালিরা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
উৎসবের আনন্দে করোনাতঙ্ক বাদ সাধলেও পুরোপুরি বেরঙিন হয়নি বাঙালির শ্রেষ্ঠ উৎসব। মা আসছেই... ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
এবছর প্রায় প্রতিটি পুজো কমিটিই বাজেটে কাটছাঁড় করেছে। বাড়ির পুজোতেও ধুমধাম কম। তাই কুমোরটুলিতে এবার বেশি চাহিদা ছোট ঠাকুরেরই। শিল্পীরা জানাচ্ছেন, অর্থের বিনিময়েও আর ছোট প্রতিমা মিলবে না। ছবি: পিন্টু প্রধান
Published By: Sulaya SinghaPosted: 05:56 PM Oct 07, 2020Updated: 05:56 PM Oct 07, 2020
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
