Advertisement
আমার জীবনে সবটাই বোনাস! বিয়ের ছবি শেয়ার করে মনের কথা লিখলেন নীনাকন্যা মাসাবা গুপ্তা, দেখুন ছবি
দীর্ঘদিনের প্রেম। অবশেষে বিয়ে করলেন নীনা গুপ্তা ও ভিভ রিচার্ডস কন্যা মাসাবা গুপ্তা। পাত্র অভিনেতা সত্যদীপ মিশ্রা।
সোশ্যাল মিডিয়ায় বিয়ে ছবি শেয়ার করে মাসাবা লিখলেন, এই প্রথম আমার পুরো পরিবারকে সঙ্গে পেয়েছি। জীবনে সবটাই এখন বোনাস। সঙ্গে মাসাবা লিখলেন, শান্ত সমুদ্রকে বিয়ে করেছি আমি।
মাসাবার বিয়েতে ছিল চমক। দুই বাবাকে সঙ্গে নিয়ে সাত পাকে বাঁধা পড়লেন নীনাকন্যা। একদিকে ভিভ রিচার্ডস, অন্যদিকে সৎ বাবা বিবেক মেহেরা। পুরো পরিবারকে সঙ্গে নিয়ে বিয়ে করলেন মাসাবা।
অভিনেতা পাত্র সত্যদীপ মিশ্রা এদিকে আবার অভিনেত্রী অদিতি রায় হায়েদরির প্রাক্তন স্বামী। ২০১৩ সালেই অদিতির সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। তারপর থেকেই মাসাবার সঙ্গে বন্ধুত্ব।
Published By: Akash MisraPosted: 05:19 PM Jan 28, 2023Updated: 05:19 PM Jan 28, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
