Advertisement
শরীরে মেদ তো কী? মিস ইউনিভার্সের মঞ্চে 'স্লিম' সুন্দরীদের টেক্কা নেপালের এই কন্যার
এই প্রথম ব্রহ্মাণ্ড সুন্দরীর মঞ্চে দেখা গেল কোনও 'প্লাস সাইজ'-এর প্রতিযোগীকে।
নারী শরীর কেমন হওয়া উচিত, তা নিয়ে নানা মুনির নানা মত। এই মতের তোয়াক্কা না করেই নজির গড়লেন নেপালি কন্যা জেন দীপিকা গ্যারেট।
শরীরে মেদ তো কী? ব্রহ্মাণ্ড সুন্দরী প্রতিযোগিতায় সেরা কুড়ি প্রতিযোগীর মধ্যে জায়গা করে নিয়েছেন নেপালের এই সুন্দরী।
নেপালি বংশোদ্ভূত হলেও আমেরিকার নাগরিকত্ব রয়েছে জেনের। পেশায় নার্স হওয়ার পাশাপাশি বিজনেস ডেভলপারেরও কাজ করেন তিনি।
Published By: Suparna MajumderPosted: 08:26 PM Nov 20, 2023Updated: 08:34 PM Nov 20, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
