Advertisement
'মেট গালা'র অদ্ভুত দর্শন অ্যালবাম, কারও পিঠে পিয়ানো, কেউ অন্তর্বাস বিলাসী, উঁকি দিল কারও যৌনাঙ্গও!
বহুল চর্চিত 'মেট গালা'য় ভারত ও পশ্চিমী বিনোদুনিয়ার তারকারা কে কেমন সাজলেন?
৫ মে নিউইয়র্কে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে 'সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল' উদযাপনে অন্তঃসত্ত্বা রিহানা এবং মিরান্ডা কের।
মেট গালায় আদ্যোপান্ত লাল পোশাকে মুড়ে ব্রায়ান টাইরি হেনরি। অর্ধ উন্মুক্ত পোশাকে নজর কাড়লেন হেলি ব্যারিও।
এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দিলেন তারকারা। ছকভাঙা সাজে আন্দ্রেঁ ৩০০০। নজর কাড়ল তার পিঠের পিয়ানো। হট বম্বশেল চার্লি এক্সসিএক্স।
নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। এবারও তাই। ছবিতে অরোরা জেমস এবং তরাজি পি হেনসনের সাজপোশাক।
শকিং পিঙ্ক পোশাকে চ্যাপেল রোয়ান। চর্চায় তাঁর মেকআপ। আদ্যোপান্ত ব্ল্যাক লেদার গাউনে মোহময়ী কিম কার্দাশিয়ান। শরীরী হিল্লোলে জাদু ছড়ালেন মেট গালায়।
মার্কিন গায়িকা জেনেলি মোনায়ের মেট গালা লুকও চর্চায়। লাল নেটের পোশাকের উপর অন্তর্বাস পরে টক অফ দ্য টাউন মডেল আমেলিয়া গ্রে।
কম যান না ভারতীয় তারকারাও। সব্যসাচী মুখোপাধ্যায়ের 'বেঙ্গল টাইগার' লুকে মেট গালায় কিং খান। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস শাহরুখের।
Published By: Sandipta BhanjaPosted: 06:28 PM May 06, 2025Updated: 08:39 PM May 06, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
