Advertisement
বোনঝিকে সঙ্গে নিয়ে হলদিবাড়ির হুজুর সাহেবের দরগায় মিমি চক্রবর্তী! দেখুন ছবি
রবিবার জলপাইগুড়ির বাড়িতে গিয়েছেন সাংসদ- অভিনেত্রী মিমি।
পরিচালক মৈনাক ভৌমিকের মিনি ছবিতে মাসি হয়ে বোনঝিকে সামলে ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার সেই সিনেপর্দার গল্পই যেন সত্যি হল। বোনঝিকে সঙ্গে নিয়ে হলদিবাড়ির হুজুর সাহেবের মাজার ঘুরে বেড়ালেন মিমি মাসি। প্রতিদিন চিত্র
রবিবার জলপাইগুড়ির বাড়িতে গিয়েছেন সাংসদ- অভিনেত্রী মিমি। সোমবার বিকেলে মাসির বাড়িতে বেড়াতে কোচবিহারের হলদিবাড়িতে যান নায়িকা। সেখান থেকে বোনঝিকে কোলে করে সোজা চলে আসেন হুজুর সাহেবের মাজারে। দীর্ঘক্ষন মাথা ঠেকিয়ে প্রার্থনা করেন তিনি। প্রতিদিন চিত্র
মিমির মাসির বাড়ি হলদিবাড়ির ক্ষুদিরাম পল্লীর পাশেই হুজুর সাহেবের মাজার। মিমি জানান, ছোট বেলায় যতবার মাসির বাড়িতে এসেছেন ততবারই মাজারে এসে প্রার্থনা করেছেন। প্রতিদিন চিত্র
Published By: Akash MisraPosted: 05:12 PM May 31, 2022Updated: 05:19 PM May 31, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
