Advertisement
সাঁঝ আকাশে বিরল দৃশ্য! একই মঞ্চে চাঁদ ও শুক্র
অসামান্য মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হয়ে উত্তেজিত আকাশপ্রেমীরা।
সন্ধের আকাশে দেখা গেল এক অসামান্য মহাজাগতিক দৃশ্য। চাঁদের কিনারে ভেসে রইল শুক্রগ্রহ। সন্ধেবেলা যার প্রচলিত নাম সন্ধ্যতারা।
রাতের আকাশে শুক্রগ্রহ অসামান্য সৌন্দর্য সৃষ্টি করে। এবার 'রাতের রানি' চাঁদের সঙ্গে তার যুগলবন্দি মুগ্ধ করল আকাশপ্রেমীদের। বিশ্বের নানা প্রান্ত থেকেই দেখা গিয়েছে এই দৃশ্য।
অমাবস্যার দিন তিনেক পরের চাঁদের মাত্র ৯ শতাংশ ছিল দৃশ্যমান। সেই চাঁদের কাস্তের পাশে সন্ধ্যাতারার উপস্থিতি তৈরি করল অনুপম দৃশ্যকাব্য।
Published By: Biswadip DeyPosted: 07:49 PM Mar 24, 2023Updated: 07:49 PM Mar 24, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
