Advertisement
শিনজো আবের শেষকৃত্য সম্পন্ন, জাপানি প্রথা মেনে মাথা ঝুঁকিয়ে 'বাও' করলেন মোদি, দেখুন ছবি
শিনজো আবেকে খুব মনে পড়ছে ভারতের, বললেন মোদি।
চলতি বছরের জুলাই মাসে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময়ে আততায়ীর হাতে আক্রান্ত হয়েছিলেন আবে। সংকটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়।
বিশ্বের ৫০ জন রাষ্ট্রপ্রধানকে শিনজো আবের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তার মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।
শেষকৃত্যে যোগ দেওয়ার আগে মোদি বলেন, "শিনজো আবেকে খুব মনে পড়ছে।" সেই সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকও করেন মোদি।
ভারত-জাপানের সুসম্পর্কের কথা মাথায় রেখে অনুমান করা হয়েছিল, ভারত সরকারের শীর্ষস্থানীয় কোনও প্রতিনিধি শিনজো আবের শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী মোদিই ভারতের প্রতিনিধিত্ব করেছেন।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তবে কোভিড পরবর্তী সময়ে দেশের অর্থনীতির উপরে অহেতুক চাপ বাড়ানোর অভিযোগ উঠছে দেশের সাধারণ মানুষের মধ্যে থেকে।
শেষবারের মতো শিনজো আবের মরদেহে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সঙ্গে আবের সুসম্পর্কের কথাও মনে রেখেছেন তিনি। সেই কথাও স্মরণ করেছেন মোদি।
Published By: Anwesha AdhikaryPosted: 01:43 PM Sep 27, 2022Updated: 01:56 PM Sep 27, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
