Advertisement
সেলেবদের সঙ্গে ফের রঙিন মেজাজে ওরি! 'তারকাদের পার্টিতে কীভাবে ঢোকেন?' প্রশ্ন নেটপাড়ার
এবার কোন কোন সেলেবের সঙ্গে ছবি তুললেন ওরি?
বলিপাড়ার দিওয়ালি পার্টি হোক কিংবা তারকাদের বার্থডে পার্টি। টুক করে যথাস্থানে, যথাসময়ে পৌঁছে যান বিনোদন জগতের চেনামুখ ওরহান আত্রামানি ওরফে ওরি! কে ওরি? কী করেন? সেলেবদের সঙ্গে একাধিক ছবি তুললেও তাঁর আসল পরিচয় নিয়ে ধোঁয়াশা বলিপাড়ায়। এবার ক্যাটরিনার সঙ্গে পোজ দিলেন ওরি।
সম্প্রতি তাঁকে দেখা গেল ইশা আম্বানির যমজ সন্তানের জন্মদিনের পার্টিতে। সেখানেও বলি সেলেবদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ছবি তুললেন ওরি। ওরির সঙ্গে দেখা গেল সানায়া কাপুরকে।
ওরিকে নিয়ে সোশাল মিডিয়াতেও কৌতূহল প্রচুর। ইনস্টাগ্রামে তাঁর পাঁচ লক্ষের বেশি ফলোয়ার। সলমন খানের বোন অর্পিতার সঙ্গে দেখা গেল ওরিকে।
ওরির লিঙ্কডইন প্রোফাইলের খবর ছড়িয়ে পড়েছে। সেই প্রোফাইলে লেখা রিলায়েন্স গ্রুপের স্পেশ্যাল প্রজেক্ট ম্যানেজার এই সোশাল মিডিয়া তারকা। রবিনা ট্যান্ডনের মেয়ে রাশার সঙ্গেও দেখা গেল ওরিকে।
Published By: Akash MisraPosted: 09:15 PM Nov 20, 2023Updated: 09:17 PM Nov 20, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
