shono
Advertisement

বিজেপির পঞ্চায়েতেও থাকবে মুখ্যমন্ত্রীর ছবি! নির্দেশ শুভেন্দু অধিকারীর

থাকবে ভারতমাতা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরও ছবি।
Posted: 09:24 PM Sep 19, 2023Updated: 09:24 PM Sep 19, 2023

নন্দন দত্ত, সিউড়ি: মুখ্যমন্ত্রীর ছবি পঞ্চায়েত প্রধানের ঘরেই থাকবে। মঙ্গলবার বীরভূমে সিউড়ির কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতে গিয়ে বিজেপির প্রধান-উপপ্রধানকে সেই পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি ভারতমাতা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ছবি টাঙানোর জন্য নির্দেশ দিলেন। কড়িধ্যা পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব বাগদি জানান, ওঁর নির্দেশ মত প্রধানের ঘরে ভারতমাতা, দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো হল।

Advertisement

সিউড়ি ১ ব্লকের কড়িধ্যা পঞ্চায়েত এবার দখল করে বিজেপি। পঞ্চায়েতের দায়িত্ব নিতে যাওয়ার সময় ভারতমাতার একটি ছবি তাঁরা মিছিল করে নিয়ে যান। প্রধানের ঘরে তাঁর মাথার উপর মুখ্যমন্ত্রীর ছবি ছিল। বিজেপি সদস্যরা মুখ্যমন্ত্রীর ছবি পাশের ঘরে সরিয়ে তাঁদের মাথার উপর ভারতমাতার ছবি লাগাতে যান। বাধা দেয় কড়িধ্যা পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা। তা নিয়ে ঘিরে ধুন্ধুমার বাধে। পথে নেমে প্রতিবাদ মিছিল করেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তৃণমূলের দাবি ছিল, ছবি সরানো যাবে না।

[আরও পড়ুন: মিলেছে প্রাথমিক সম্মতি, রাজ্যকে ৩ হাজার ২০০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাঙ্ক]

এদিকে মঙ্গলবার সিউড়িতে দলের একটি রাজনৈতিক সভায় যোগ দেন শুভেন্দু। তিনি কড়িধ্যা পঞ্চায়েতে আসেন।সদস্যদের সঙ্গে কথা বলেন। শুভেন্দু বলেন, “আমি মেদিনীপুরে আমাদের সব পঞ্চায়েতে তিনটি ছবি উপহার দিয়েছি। মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁকে সরানো যায় না। আমি দীর্ঘদিন ধরে নানা স্তরে রাজনীতি করেছি। সদস্যদের সঙ্গে সেই গল্প করলাম। দাবি জানালাম, কড়িধ্যায় যেন জন পঞ্চায়েত গড়ে ওঠে।”

[আরও পড়ুন: বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের নিয়ম! কেমন হবে স্কুল জীবনের শেষ পরীক্ষা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement