Advertisement
শচীনের ৫২-র জন্মদিনে শুভেচ্ছার বন্যা, ফিরে দেখা যাক 'ঈশ্বরে'র আপন দেশ!
পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন 'লিটল মাস্টার'।
জীবনের বাইশ গজে ৫২-এ পা শচীন তেণ্ডুলকরের। 'মাস্টার ব্লাস্টার'কে গোটা বিশ্ব শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে। এই আবহে ফিরে দেখা যাক তাঁর পছন্দের জিনিসগুলিকে। দু'দিন আগেই তিনি গিয়েছিলেন কাজিরাঙা। গণ্ডারের খোঁজে। পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছেন 'লিটল মাস্টার'।
মিষ্টি: 'লিটল মাস্টার'কে অনেকে মিষ্টিপ্রেমী হিসেবেও চেনেন। পছন্দের মিষ্টির তালিকায় একেবারে শীর্ষে গোলাপ জাম এবং রসগোল্লা। কলকাতায় এলেই তিনি চেখে দেখেন মিষ্টি দই।
টেনিস: ক্রিকেটের পর টেনিসও তাঁর খুব পছন্দের। পছন্দের খেলোয়াড় রজার ফেডেরার এবং নোভাক জোকোভিচ। রজারের বহু ম্যাচ তিনি গ্যালারিতে বসে দেখেছেন। অন্যদিকে, জোকোভিচের সঙ্গে সাক্ষাৎও করেছেন শচীন।
সঙ্গীত: গান শুনতে ভালোবাসেন তিনি। পছন্দ করেন প্রিয় সঙ্গীত শিল্পীদের সঙ্গে ছবি তুলতে। অনেকেই জানেন, শচীন দেব বর্মণের নামে তাঁর নামকরণ করা হয়েছিল। যা তাঁর বাবার সঙ্গীতপ্রেমের পরিচয় দেয়। তাছাড়াও তিনি সোনু নিগমের সঙ্গে 'ক্রিকেট ওয়ালি বিট' নামে একটি গান গিয়েছিলেন। গানটি ইন্ডিয়ান আইডলের নবম সংস্করণে প্রকাশিত হয়েছিল। খেলা সংক্রান্ত শব্দ ব্যবহার হয়েছে গানটিতে। যেমন- 'নাচো নাচো সব ক্রিকেট ওয়ালি বিট পে'। ২০১৭ সালে রিলিজ হওয়ার পর দ্রুত ভাইরাল হয় এই গান।
Published By: Prasenjit DuttaPosted: 05:19 PM Apr 24, 2025Updated: 05:19 PM Apr 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
