Advertisement
ফের সলমনের সঞ্চালনায় 'বিগ বস', এবার রিয়ালিটি শোয়ের প্রতিযোগী কারা?
শনিবার থেকেই শুরু জনপ্রিয় রিয়ালিটি শো।
'বিগ বস ১৬'-এ হিন্দি টেলিভিশনের অভিনেত্রী নিমরিত কউর আলুওয়ালিয়াকে। 'ছোটি সর্দারনি' ধারাবাহিকে জনপ্রিয়তা পান তিনি।
'উত্তরণ' ধারাবাহিকের মাধ্যমে হিন্দি টেলিভিশন জগতে তুমুল জনপ্রিয়তা পান বাঙালি মেয়ে টিনা দত্ত। তিনিও এবারের অন্যতম প্রতিযোগী বলেই খবর।
সিরিয়ালের আরও এক তারকাকে দেখা যেতে পারে রিয়ালিটি শোয়ে। অঙ্কিত গুপ্তা। 'বালিকা বধূ', 'বেগুসরায়', 'সাড্ডা হক' ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে।
'সাত ফেরে', 'সালোনি কা সফর' থেকে 'নাগিন', বহু হিন্দি সিরিয়ালে অভিনয় করছেনে শালিন ভানোট। বর্তমানে তেমন একটা টেলিভিশনে দেখা যায় না তাঁকে। তবে 'বিগ বস ১৬'-এ তারকাকে দেখা যেতে পারে।
Published By: Suparna MajumderPosted: 04:27 PM Oct 01, 2022Updated: 04:27 PM Oct 01, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
