Advertisement
গোলাপি আলোর থিমে কালো পোশাক, দেখুন রণবীর-আলিয়ার রিসেপশনের অ্যালবাম
কাছের মানুষদের সঙ্গেই আনন্দে মাতেন নবদম্পতি।
বিয়ের পর রিসেপশনেও আতিশয্যের বদলে আনন্দকেই যেন প্রাধান্য দিয়েছেন রণবীর-আলিয়া। গোলাপি আলোয় নবদম্পতির সঙ্গে ছবি পোস্ট করেছেন করিশ্মা কাপুর।
কিছুদিন আগেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন মালাইকা অরোরা। শোনা গিয়েছে, তারপর থেকে নাকি অর্জুন কাপুরের সঙ্গেই রয়েছেন। রণবীর-আলিয়ার রিসেপশনেও একসঙ্গে গিয়েছিলেন তারকা যুগল।
Published By: Suparna MajumderPosted: 02:06 PM Apr 17, 2022Updated: 02:06 PM Apr 17, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
