Advertisement
রোদের তেজে চকচকে মাখন শরীর, 'তোমাদের রাণী'র অনিশার রূপে উত্তাল সমুদ্র
এমন একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।
'তোমাদের রাণী' ধারাবাহিকে নানা কাণ্ড ঘটাতে থাকে অনিশা। এদিকে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছেন অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য।
থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন সোমাশ্রী। সেখানেই বোল্ড মেজাজে ধরা দেন ক্যামেরার সামনে। সেই ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে।
একা নয়, বন্ধু-বান্ধব ও প্রিয়জনকে নিয়েই থাইল্যান্ডে গিয়েছিলেন সোমাশ্রী। তাঁর এই বন্ধু তালিকায় আবার রয়েছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। দুই ভটাচার্য মিলে যেন সৈকতে আগুন ঝরিয়েছেন।
'ইকির মিকির', ‘করুণাময়ী রাণী রাসমণি’ মতো সিরিয়ালে অভিনয় করে নজর কেড়েছেন সোমাশ্রী ভট্টাচার্য। সিরিয়ালের দুনিয়ায় কখনও তিনি হয়েছেন মিষ্টি মেয়ে, আবার কখনও ভয়ংকর 'ভ্যাম্প'।
Published By: Suparna MajumderPosted: 08:42 PM Jun 07, 2024Updated: 08:44 PM Jun 07, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
