shono
Advertisement

নতুন বছরে যদি এগুলো ঘটে তবে কেমন হয়?

কিন্তু এসব কী সত্যিই হবে? The post নতুন বছরে যদি এগুলো ঘটে তবে কেমন হয়? appeared first on Sangbad Pratidin.
Posted: 11:45 PM Dec 31, 2016Updated: 06:22 PM Dec 31, 2016

সাধ না মিটিল, আশা না পূরিল, বছর ফুরায়ে যায় মা…বছরশেষের মুহূর্তে এ অনুভূতিই যেন ঘিরে ধরে৷ প্রাপ্তি-অপ্রাপ্তির খেরোর খাতায় কত হিজিবিজি৷ এটা হল, তো ওটা হল না৷ সেটা হল তো ওটা হল আরও ভাল হত৷ কিন্তু সময় তো কারও জন্য অপেক্ষা করে না৷ সে তাই চলে যাবেই৷ যত অপ্রাপ্তিই জেগে থাকুক ২০১৬-কে বিদেয় দিতেই হবে৷ আর তাই ২০১৭’র ঘাড়ে চেপে বসে অনেক আশা৷ হিসেবের পাতা ওল্টাতে ওল্টাতে আমাদের মনে হয়, যদি এমন হয় তবে কেমন হত!  তা কী কী হলে নতুন বছরের সফর সুহানা হয়ে উঠতে পারে? আসুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক৷

Advertisement

ফিরে এসো ১০০০ টাকার নোট

কালো টাকার কারবারিরা ছুঁয়েছে তাকে৷ তাই কলঙ্ক বুকে নিয়ে অসময়ে চলে যেতে হল৷ যে যায় সে আর ফেরে না৷ তবু ইতিহাস নাকি নিজেই নিজেকে ফিরিয়ে ফিরিয়ে আনে৷ আর তাই নতুন বছরে ফিরেও আসতে পারে ১০০০ টাকার নোট৷ বস্তুত ২০০০ টাকার নোট যত ত্বণ্বী, স্মার্ট, রঙচঙে রূপসী হোক না কেন, তাকে নিয়ে যে নাজেহাল আমজনতা৷ মূর্খ রূপসীর মতোই ওয়ালেটে থাকলেও সে কাজে লাগে না, কেননা ভাঙানো বড় দায়৷ অতএব, ফিরে এসো ১০০০ টাকার নোট৷ প্রধানমন্ত্রী, শুনছেন কি?

প্রধানমন্ত্রীত্বের দৌড়ে মমতা বন্দ্যোপাধ্যায়

বৃথা আশা নাকি মরিতে মরিতেও মরে না৷ সেই যে বাঙালি বামপন্থীরা একবার ‘ঐতিহাসিক ভুল’ করে ফেললেন, তারপর থেকে কোনও বাঙালির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কোথায় যেন মিলিয়ে গেল৷ তবু এই আকালেও প্রত্যাশা হাল ছাড়ে না৷ অন্তত সে স্বপ্ন জাগিয়ে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জাতীয় রাজনীতিতে ফেডারেল ফ্রন্ট নাকি চিরকালের মরিচীকা৷ এই দেখা যায় তো ওই মিলিয়ে যায়৷ কিন্তু এতদিনে যেন তাকে মরুভূমিতে জলসত্র্রের মতো মনে হচ্ছে৷ নোট বাতিলের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যেভাবে বিরোধী জোট দানা বাঁধল, তাতে ফেডারেল ফ্রন্টের আলো দূর আকাশে বেশ স্পষ্ট হয়ে উঠেছে৷ আর এ ফ্রন্টের মুখ যে মমতা তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ প্রথমে এককভাবে প্রয়াস নিয়েছিলেন৷ পরে প্রত্যেকটা দলের জন্য পৃথক পরিসরটা ছেড়ে দিতেই চাঙ্গা জোট৷ যদি বৃহত্তর শক্তি হিসেবে তৃতীয় ফ্রন্ট আত্মপ্রকাশ করতে পারে তবে বাঙালির অধরা স্বপ্ন হয়তো পূরণ হতেও পারে৷

ভাইজানের বিয়ে

এবার স্টেটাসটা পাল্টেই ফেলুন সলমন খান৷ আর যেন না কেউ দঙ্গল-এর আমিরের মুখে তাঁর ছবি বসিয়ে সিঙ্গল বলে ট্রোল করতে পারে৷ এলিজেবল ব্যাচেলর হয়ে বহুদিন কাটিয়েছেন৷ তবে এবার বোধহয় সময় এসেছে৷ লুলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কটাও আর অজানা কিছু নয়৷ সুতরাং এরকম একটা বিয়েবাড়ির ভাবনা যেতেই পারে, যেখানে সাত পাকে বাঁধা পড়ছেন বলিপাড়ার চিরকেলে ভাইজান৷ আর সব যুক্তি তক্কো গপ্পো তুলে রেখে অতিথি আপ্যায়ণের দায়িত্ব সামলাচ্ছেন শাহরুখ আর আমির৷ কী ভাবছেন এমনটা হওয়ার নয়! আরে ভাবতে তো আর দোষ নেই৷

ইস্টবেঙ্গলের আই লিগ

এবছর হাসি ফুটুক লাল-হলুদ সমর্থকদের মুখে৷ অনেক সাফল্যের ভিতরও এই একটা আক্ষেপ থেকেই গিয়েছে মেহতাবদের৷ এ নিয়ে সবুজ মেরুন সমর্থকদের টিপ্পনিও কম শুনতে হয়না তাঁদের৷ আই লিগ বাংলার ক্লাবেই আসুক, আর নাহয় এবারটা হোক লাল হলুদেরই৷

ক্যাশলেসই ফেস

ক্যাশলেস লেনদেন বেসলেস নাকি ফেসলেস, তার উত্তর দিক সময়৷ যেভাবে নগদহীন অর্থনীতিতে সাবালক হয়ে যাচ্ছে দেশ, তাতে হয়তো ওয়ালেট থেকে উধাও হয়ে যাবে নোট৷ অন্তত আগামী বছরে সেরকম সম্ভাবনা কেউই উড়িয়ে দিতে পারছেন না৷ মোবাইলের ভিতরই ব্যাঙ্ক আর নগদ ছেড়ে নেটেই লেনদেন-আগামী বছরে তাই হয়তো অবধারিত হয়ে উঠতে চলেছে৷

ইন্টারনেটে বিপ্লব

জিও আসায় এমনিতেই ধুম লেগেছে হৃদকমলে৷ বিশেষত তরুণ প্রজন্মের৷ দুরন্ত গতির প্রজন্ম ইন্টারনেটের স্পিড থেকে খরচে আরও বিপ্লবের প্রত্যাশী৷ আর তাই এবছর ৫জি থেকে ৬জি-তে দেশ এগোক এমনটাই প্রত্যাশা৷

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি

গেল বছরটা যে পথ দেখিয়েছে, তাতে আগামী বছরে আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্সির রমরমা আরও বাড়তেই চলেছে৷ তা সে জিনিসটা খায় না মাথায় দেয়৷ আসলে কাজে দেয়৷ সোজা কথায় যাকে বলে রোবট৷ এখনই বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের কাজ করে দিচ্ছে রোবট৷ তাতে মানবসম্পদের ভাঁড়ারে বেজায় সমস্যা দেখা দিতে পারে৷ মানুষের কাজের সুযোগ কমবে৷ বিশেষত যে কাজগুলি একঘেয়ে, রিপিটিটিভ, যেখানে বুদ্ধিমত্তার তেমন প্রয়োজন নেই সেগুলোর দখল নেবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সিই৷ মানুষের জন্য অবশ্য থাকল সৃষ্টির পথ, সৃষ্টিশীলতায় নিজেকে বিকশিত করা সুযোগ৷ না, সে পথ আকীর্ণ করার জন্য কোনও রোবটের এখনও জন্ম হয়নি৷

ন্যুড রেস্তরাঁ

যৌনতার ছুৎমার্গ কাটিয়ে ক্রমশ সাবালক হয়ে উঠছে দেশ৷ শিল্প, সিনেমা, সাহিত্যে তার প্রকাশ দেখা যাচ্ছে৷ কাজেই এ দেশে যে আগামী বছরে যে ন্যুড রেস্তরাঁ তৈরি হবে না, এমন কথা বলা যাচ্ছে না৷ বিশ্বে এ ধরনের রেস্তরাঁ ইতিমধ্যেই শোরগোল ফেলেছে৷ এ দেশে যৌনতা নিয়ে কোনওদিনই কোনও গণ্ডি ছিল না৷ কিন্তু কালে কালে মানসিকতায় শ্যাওলা জমেছে৷ সে শ্যাওলা সরে যাক, নতুন বছরের কাছে এমনটা প্রত্যাশা করাই যায়৷

উধাও তিন তালাক

রক্ষা পাক মানবাধিকার৷ কোনও নারীকেই যেন বঞ্চনার শিকার না হতে হয়৷ মুসলমান রমণীদের ক্ষেত্রেও তা যেন নয়৷ ল’ বোর্ডের যে গেরোয় আটকে আছে তাঁদের দুনিয়া, সে গেরো যেন কাটে৷ সবার উপরে মানুষ, ধর্মকে ছাড়িয়ে এই সত্যই যেন আগামী বছরকে ভরিয়ে দেয়৷

অনুর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ জয়

ভরা যুবভারতীতে বিশ্বকাপ উঠছে ভারতের হাতে৷  এ স্বপ্ন যে কোনও ভারতবাসীই দেখবে৷ এ বছরই অনুর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ হতে চলেছে ভারতে৷ দেশের ফুটবল এখনও বিশ্বের নিরিখে অনেকটাই পিছিয়ে৷ কিন্তু এবছর হয়তো ছবিটা বদলাতে পারে৷

কিন্তু এসব কী সত্যিই হবে? হয়তো নয়৷ তবে কার তাতে কী, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি!

আরও পড়ুন-

২০১৬ তোলপাড় হয়েছিল যেসব বিতর্কে

 

The post নতুন বছরে যদি এগুলো ঘটে তবে কেমন হয়? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement