Advertisement
অনাথ শিশুদের সঙ্গে দেখা করলেন যশ, দিলেন উপহারও
যশ এখন ব্যস্ত রয়েছেন 'চিনে বাদাম' ছবির শুটিংয়ে।
যশ আগেই জানিয়েছিলেন ছোট্ট ঈশানের সঙ্গে দিনের অনেকটা সময়ই কাটান তিনি। আদর করে ডাকেন অংশ। অন্যদিকে, নুসরত জাহান জানিয়ে ছিলেন যশ নাকি দারুণ বাবা! বাচ্চাদের খুব ভালবাসেন তিনি।
সম্প্রতি অভিনেতা যশ দাশগুপ্ত গিয়েছিলেন ভবানীপুরের একটি অনাথ আশ্রমে। সেই আশ্রমের ৬ থেকে ১৮ বছরের তরুণীদের সঙ্গে সময় কাটালেন যশ।
Published By: Akash MisraPosted: 03:50 PM Sep 22, 2021Updated: 03:55 PM Sep 22, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
