Advertisement
দিল্লিতে সাজছে তৃণমূলের কার্যালয়, উদ্বোধন কবে?
উদ্বোধন কবে, তা নিয়ে চলছে জোর চর্চা।
দিল্লির ২০, রাজেন্দ্রপ্রসাদ রোডে তৃণমূলের দলীয় কার্যালয়। ১৮১ সাউথ অ্যাভিনিউয়ে বাসভবন। নতুন রূপে সাজছে দুই জায়গা।
দিল্লি সফরে এসে বরাবরই ১৮১ সাউথ অ্যাভিনিউতে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় এই বাড়িতে মুকুল রায়ের নামে ছিল। মাঝে এই বাড়িটি বেশ কয়েকদিন তৃণমূলের ছিল না। বর্তমানে ফের ওই বাড়িটি তৃণমূলের দখলে আসে। বর্তমানে ওই বাড়িটির কাজ চলছে।
অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৩ বার সাংসদ হওয়ার বাড়ি পরিবর্তন করেন। ১৮১ সাউথ অ্যাভিনিউয়ের পাশেই থাকেন ডায়মন্ড হারবারের সাংসদ।
ইনস্টাগ্রামের দীর্ঘ পোস্টে প্রেমের বার্তা দিয়েছেন ‘কলকাতার বউমা’। হিনা লিখেছেন, “দুটি ভিন্ন জগৎ থেকে, আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলেছি। আমাদের পার্থক্যগুলো ম্লান হয়ে গেছে, আমাদের হৃদয় একত্রিত হয়েছে, জীবনের শেষপ্রান্তে বন্ধন তৈরি হল। আমরা আমাদের ঘর, আমাদের আলো, আমাদের আশা। আমরা সমস্ত বাধা অতিক্রম করেছি। আজ, আমাদের প্রেমে আইনি সিলমোহর পড়ল। স্বামী-স্ত্রী হিসেবে আপনাদের সকলের আশীর্বাদ কামনা করছি।”
হিনার এই জীবন লড়াইয়ে তিনি এক নন। সঙ্গে রয়েছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়াল। ঘনিষ্ঠরা বলেন, রকি ও হিনার এই দীর্ঘ প্রেমের মাঝে এসে পড়েছে ধর্ম! আর সেই কারণেই নাকি বিয়ে নিয়ে গড়িমসি। মূলত, দুই পরিবারের কারণেই নাকি বিয়েটা হচ্ছিল না।
এবার বিবাদ মিটিয়ে প্রেমের পরিণতি হিনা-রকির। রকি ও হিনার প্রেমের বয়স ১৩ বছর। কলকাতার ছেলে রকি জয়সওয়াল। পেশায় ব্যবসায়ী। ২০০৯ সালে ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটেই হিনা-রকির আলাপ। ধারাবাহিকটির প্রযোজক ছিলেন রকি। জীবনের ওঠাপড়ায় সব সময়ই রকিকে পাশে পেয়েছেন হিনা খান।
Published By: Sayani SenPosted: 09:00 PM Jun 04, 2025Updated: 08:35 PM Jun 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
