Advertisement
পূর্বস্থলীর রঙ্গমঞ্চে 'নারায়ণ' মন্ত্রী স্বপন দেবনাথ
ছবিতে ছবিতে দেখে নিন মন্ত্রীর অভিনয়।
দুর্গাপুজো উপলক্ষ্যে পূর্বস্থলী ১ ব্লকের বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দিরের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষকর্মীদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল যাত্রাপালার।
একসময় দুর্গাপুজো ও কালীপুজোর সময় অন্যতম আকর্ষণ ছিল যাত্রা। পাড়ায় পাড়ায় যাত্রা হত। যাত্রা লোকশিক্ষা দেয়।
Published By: Paramita PaulPosted: 03:46 PM Oct 19, 2023Updated: 03:54 PM Oct 19, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
