Advertisement
দু'বছর পর রথযাত্রায় পুরীতে চেনা ছবি, জগন্নাথ দেবের আরাধনায় মাতল কলকাতাও
রথেই পুজোর ঢাকেও পড়ল কাঠি।
করোনাতঙ্কে গত দু'বছর ধুমধাম করে রথযাত্রা পালন করা সম্ভব হয়নি। তবে এবার পুরীতে ফিরল চেনা ছবি। ঐতিহ্যবাসী রথযাত্রা উৎসবে কাতারে কাতারে ভক্তরা ভিড় জমিয়েছিলেন।
জগন্নাথ দেবের মাসির বাড়ি যাত্রা মানেই কচিকাঁচাদের আনন্দ উৎসব। প্রতিবারের মতো বাজার থেকে রথ কিনে ফুল-মালা দিয়ে তা সাজিয়ে ফেলল তারাও।
রথযাত্রায় ওড়িশার সমুদ্র সৈকতে কোনও বালির শিল্প প্রদর্শন হবে না, তাও কি হয়? একেবারেই নয়। অন্যান্য বারের মতো এবারও শিল্পী সুদর্শন পট্টনায়েক বানিয়ে ফেললেন বালির জগন্নাথ।
রথেই পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। শহর পুরুলিয়ার নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের পরিবার উৎসবের আমেজ। ছবি: সুনিতা সিং।
Published By: Sulaya SinghaPosted: 04:34 PM Jul 01, 2022Updated: 06:37 PM Jul 01, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
