shono
Advertisement

২০ বছর ধরে ছেলেকে শিকলে বেঁধে রেখেছেন বাবা

কেন তিনি এই কাজ করলেন? The post ২০ বছর ধরে ছেলেকে শিকলে বেঁধে রেখেছেন বাবা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:48 PM Aug 06, 2016Updated: 10:18 AM Aug 06, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে মানসিক ভারসাম্যহীন৷ সুস্থ করানোর জন্য প্রয়োজনীয় অর্থ নেই৷ নিরুপায় হয়ে বছর ৩০-এর ছেলেকে শিকলে বেঁধে রেখে দিয়েছিলেন তাঁর বাবা৷ শেষে বন্দি ছেলেকে উদ্ধার করা হয়েছে৷
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মইনপুরির রাজনগর গ্রামে৷ বৃহস্পতিবার ওই ছেলেটিকে উদ্ধার করেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা৷
বাবা সতীশচন্দ্র যাদব, পেশায় দিনমজুর৷ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, সতীশচন্দ্র তাঁর ছেলে মনোজকে প্রায় ২০ বছর ধরে একটি ঘরে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন৷
কিন্তু কেন তিনি এই কাজ করলেন? সতীশচন্দ্র জানিয়েছেন, ১৯৯৬ সালে মনোজের মানসিক রোগ ধরা পড়ে৷ প্রথম-প্রথম কিছু বোঝা যায়নি৷ যখন মনোজের রোগের কথা জানতে পারেন সতীশচন্দ্র, তখন প্রথমদিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে জানতে পারেন, ছেলেকে সুস্থ করতে প্রচুর অর্থের প্রয়োজন৷ একপ্রকার বাধ্য হয়েই ছেলেকে হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যান সতীশচন্দ্র৷ কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি৷ উল্টে দিনকে দিন রোগ বাড়তে থাকে৷ ক্রমেই আরও অসুস্থ হয়ে পড়েন মনোজ৷
শেষে সরকারি সাহায্যের চেষ্টা করেন সতীশচন্দ্র৷ অনেক জায়গায় গিয়েও কোনও লাভ হয় না৷ অর্থের অভাবে শেষপর্যন্ত ছেলেকে ঘরের মধ্যে শিকল দিয়ে আটকে রাখার সিদ্ধান্ত নেন তিনি৷ আর তারপর থেকেই ওই অবস্থায় ছিলেন মনোজ৷
প্রশাসনের পদস্থ আধিকারিকরা জানিয়েছেন, মনোজের যাতে ভাল চিকিৎসা হয়, সেদিকে লক্ষ রাখা হবে৷ কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না৷ ইতিমধ্যেই মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে মনোজকে৷

Advertisement

The post ২০ বছর ধরে ছেলেকে শিকলে বেঁধে রেখেছেন বাবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement