সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা কালে ভারচুয়াল দুনিয়াই ভরসা। বাড়িতে বসেই হয়ে যাচ্ছে অনেক কাজ। স্কুল-কলেজ, অফিস-কাছারি সবই চলছে অনলাইনে। অনলাইনের ভরসায় বাড়িতে গা হেলিয়ে অনেকেই কাজ সারছেন। দেওয়ালে পিঠ ঠেকিয়ে ল্যাপটপে কাজ সেরে নিচ্ছেন, আবার কাজের ফাঁকে টুক করে চায়ের কাপে চুমুকও দিয়ে ফেলছেন। এমনই সাধ হয়েছিল রাজস্থানের প্রবীণ আইনজীবী রাজীব ধাওয়ান (Rajeev Dhavan)। মনের সুখে একটু হুক্কায় টান দিয়েছিলেন। তাতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
[আরও পড়ুন: নাওয়া-খাওয়া ভুলে দিনভর PUBG’র নেশা! মর্মান্তিক মৃত্যু অন্ধ্রপ্রদেশের কিশোরের]
রাজস্থান হাই কোর্টের (Rajasthan High Court) শুনানি তখন চলছে জোরকদমে। কোন মামলা চলছিল তা অবশ্য বোঝার উপায় নেই। তবে এক মনে নিজের মত প্রকাশের স্বাধীনতার সদ্ব্যবহার করছিলেন পোড় খাওয়া আইনজীবী কপিল সিব্বাল (Kapil Sibal)। তার কথা মন দিয়ে শুনছিলেন বাকি দুই আইনজীবী। আচমকা মামলার কাগজ নিজের মুখের দিকে টেনে নেন রাজীব ধাওয়ান। কাগজের ফাঁক সুখটানের ধোঁয়া আটকাতে পারেনি। হাওয়ায় তা চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। ভাবলেশহীন মুখে বসেই ছিলেন বাকি দুই আইনজীবী। শেষ পর্যন্ত মতামত পোষণ করে যান কপিল সিব্বল। তবে রাজীববাবুর সুখটান তাড়াতাড়ি শেষ হয়নি। শেষের মুহূর্তে কাগজ সরতেই দেখা যায় তাঁর প্রিয় হুক্কাখানি। টুইটে ভিডিও ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি।
লকডাউনের সময় থেকেই ভারচুয়াল শুনানির পথ বেছে নিয়েছে রাজস্থান হাই কোর্ট। তাতে শুধু রাজীব ধাওয়ানই নয় অনেকেই এভাবে হালকামেজাজে ভিডিও কনফারেন্সে হাজির হচ্ছেন। কেউ বাড়ির পোশাকেই অনলাইন শুরু করে দিচ্ছেন, তো কেউ আবার আরামের মেজাজে গা এলিয়ে ভারচুয়াল শুনানির অঙ্গ হচ্ছে।
[আরও পড়ুন: প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে এই বিরল রেকর্ড গড়লেন মোদি]
এই প্রসঙ্গে ১৫ জুন মতামত পেশ করেছিল সুপ্রিম কোর্ট। জানানো হয়েছিল, ভারচুয়াল শুনানি চলাকালীন আইনজীবীদের যথাযথ পোশাকে ক্যামেরার সামনে থাকা উচিত। কোনও অপ্রীতিকর ছবি তুলে ধরা উচিত নয়।
The post ভারচুয়াল শুনানির মধ্যেই হুক্কায় সুখটান প্রবীণ আইনজীবীর, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.