shono
Advertisement

রিভার ব়্যাফটিংয়ের মাঝে পর্যটকদের খণ্ডযুদ্ধ, ভাইরাল ভিডিওয় নিন্দার ঝড়

বিদ্যুতের গতিতে নেটদুনিয়ায় ছড়িয়েছে ভিডিওটি।
Posted: 10:59 AM May 22, 2023Updated: 11:00 AM May 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নদী যেন ফুঁসছে। সেখানেই চলছে রিভার ব়্যাফটিং। অ্যাডভেঞ্চারে ছন্দপতন। ব়্যাফটিংয়ের দাঁড় নিয়ে পর্যটকদের মধ্যে চলল খণ্ডযুদ্ধ। বাঁচতে নদীতে ঝাঁপ দিতেও দেখা যায় একজনকে। উত্তরাখণ্ডের ঋষিকেশের এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ার হটকেক। বিদ্যুতের গতিতে নেটদুনিয়ায় ছড়িয়েছে ভিডিওটি।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, ঋষিকেশে মাঝগঙ্গায় চলছে রিভার ব়্যাফটিং। রয়েছেন অনেকেই। রিভার ব়্যাফটিংয়ের মাঝে একদল পর্যটক অশান্তিতে জড়িয়ে পড়েন। ব়্যাফটিংয়ের দাঁড় দিয়ে পর্যটকরা একে অপরকে আক্রমণ করতে শুরু করেন। আতঙ্কে একজন নদীতে ঝাঁপও দেন।

[আরও পড়ুন: আরসিবি বিদায় নিতেই কটাক্ষ করে পোস্ট নবীনের, তীব্র সমালোচনা ক্রিকেটপ্রেমীদের]

তেহরি গাড়ওয়ালের পুলিশ সুপার নবনীত ভুল্লার বলেন, “অশান্তির খবর জানতে পেরেছি। গণ্ডগোলের কারণ কী, কে বা কারা অশান্তিতে জড়ান, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ভাইরাল হওয়া ওই ভিডিওটির মাধ্যমে ওই পর্যটকদের শনাক্তকরণের কাজ শুরু হয়েছে। তাঁদের শনাক্ত করার পর বাকি সমস্ত প্রশ্নের জবাব পাওয়া যেতে পারে।”

[আরও পড়ুন: সার্ভিস রিভলবার থেকে গুলি, থানায় বসেই আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার