shono
Advertisement

‘নিজের মধ্যে ধোনির ছায়া দেখতে পাচ্ছি’, ফিনিশার হওয়ার চেষ্টায় হার্দিক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৭ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন হার্দিক।
Posted: 01:59 PM Feb 02, 2023Updated: 01:59 PM Feb 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের সেরা ফিনিশার হিসাবে আজও উঠে আসে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) নাম। কিন্তু এবার নিজেকে সেই জায়গায় দেখতে পাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। যেভাবে ঠাণ্ডা মাথায় ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তেন মাহি, সেভাবেই ইনিংস গড়ার কাজ করছেন তিনি- এমনটাই মনে করেন হার্দিক। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৭ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক। সেই সঙ্গে চারটি উইকেটও তুলে নেন। ম্যাচের শেষে তিনি বলেন, দল আমাকে যে ভূমিকায় দেখতে চাইছে, আমি সেভাবেই খেলতে চাই।

Advertisement

আইপিএলে প্রথমবার খেলতে নেমে হার্দিকের নেতৃত্বেই ট্রফি জিতেছে গুজরাট টাইটান্স। তারপরে একাধিক টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ক্রিকেট মহলের অনেকেরই ধারণা, নিয়মিত ভাবেই ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন হার্দিক। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবেই তাঁকে তৈরি করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। দলের প্রত্যেক ক্রিকেটারের চেয়ে তিনি অভিজ্ঞ, এই কথা মাথায় রেখেই খেলতে নামেন বলে জানিয়েছেন হার্দিক।

[আরও পড়ুন: ঘরে ফিরলেন বিশ্বজয়ী তিতাসরা, বিমানবন্দরেই সংবর্ধনা রাজ্যের ক্রীড়ামন্ত্রীর]

বুধবারে ম্যাচের পর তিনি বলেন, “ছয় মারতে খুবই ভাল লাগে। তবে সময়ের সঙ্গে সঙ্গে খেলার ধরনে খানিকটা বদল করেছি। এখন পার্টনারশিপ গড়ে দলকে বার্তা দিতে চাই যে, আমি আছি চিন্তার কারণ নেই। দলের সকলের চেয়ে বেশি ম্যাচ খেলেছি। চাপ সামলে খেলতে শিখেছি। তাতে হয়তো আমার স্ট্রাইক রেট কমে যাচ্ছে। কিন্তু নতুন ভূমিকায় ব্যাট করতে পেরে আমি খুব খুশি। দলের বাকিদের উপর যেন সেভাবে চাপ না পড়ে, সেদিকে খেয়াল রাখি।”

এরপরেই ধোনির প্রসঙ্গ উল্লেখ করে হার্দিক বলেন, “মাহি যেভাবে খেলত, আমিও সেইভাবে খেলতে চাই। ধোনি থাকাকালীন আমি দায়িত্ব না নিয়ে খোলা মনে খেলতে পারতাম। মাহির অবসরের পর আমার কাঁধেই দায়িত্ব এসে পড়ে। তবে বিষয়টা খারাপ লাগে না। আমি যদি খানিকটা ধীর গতিতে খেলে দলকে জেতাতে পারি, তার থেকে ভাল আর কিছুই নয়।” তাহলে কি মাহির পদাঙ্ক অনুসরণ করে দক্ষ ফিনিশার হয়ে উঠবেন হার্দিক? উত্তর দেবে সময়।

[আরও পড়ুন: ‘শুভমনই ভবিষ্যৎ’, সেঞ্চুরির নায়ককে দরাজ সার্টিফিকেট খোদ কিং কোহলির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement