shono
Advertisement

দুনিয়া কাঁপানো আইকনিক ছবিতে মোদি, ভাইরাল ভিডিও

১৪৯২ সালে আমেরিকা আবিষ্কার থেকে ১৯৩০-এ গান্ধীজির ডান্ডি মার্চ- সবেতেই হাজির থাকতে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে। The post দুনিয়া কাঁপানো আইকনিক ছবিতে মোদি, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 12:00 AM Jun 04, 2016Updated: 06:34 PM Jun 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মেরা দেশ বদল রহা হ্যায়’ গানটার কথা মনে আছে?
নরেন্দ্র মোদি সরকারের ক্ষমতার ২ বছর পূর্তি উপলক্ষে তৈরি হয়েছিল এই গানটা। গানটার মিউজিক ভিডিওয় দেখা গিয়েছিল এই দুই বছরে মোদি সরকারের উন্নয়নের খতিয়ান।
সেই গান এবার পড়েছে ‘নিউ এজ ইনফোটেনমেন্ট’ নামে এক সংস্থার হাতে। তাদের মনে হয়েছে, গানটা নিয়ে একটু-আধটু সৃষ্টিশীলতায় মেতে উঠলে মন্দ হয় না।
যেমন ভাবা, তেমন কাজ। গানটাকে সযত্নে তুলে নিয়েছে তারা। সেটা হুবহু বাজছে ব্যাকগ্রাউন্ডে। আর ভিডিও?
সেটাই হল ব্যাপার! ভিডিওয় দেখা যাচ্ছে সভ্যতার একেবারে শুরু থেকে মোদিজিকে। তিনি ছবি এঁকে সমৃদ্ধ করেছেন মিশরীয় সভ্যতা।
তার পর?

Advertisement


১৪৯২ সালে আমেরিকা আবিষ্কার থেকে ১৯৩০-এ গান্ধীজির ডান্ডি মার্চ- সবেতেই হাজির থাকতে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে।
এখানেই শেষ নয়। এভারেস্টের চূড়া থেকে চাঁদের মাটি- সবখানে দেখা যাচ্ছে মোদিজির সগর্ব উপস্থিতি।
আপনি নিজেই দেখুন না নিচের এই ভিডিওতে!
তা, এরকম কাজের কারণ হিসেবে কী বলছে সংস্থা?
তাদের দাবি খুব সাফ- ”অচ্ছে দিন-এর দুই বছর পূর্তি উপলক্ষে আমাদের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি দিলাম মোদিজিকে। দো সাল বেমিসাল, তুম জিও হাজারোঁ সাল!”

The post দুনিয়া কাঁপানো আইকনিক ছবিতে মোদি, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement