সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসছে কেউটে। মন্ত্রীর থেকে শুরু করে নাম জড়িয়েছে বিভিন্ন স্তরের তৃণমূল নেতাদেরও। রাজনৈতিক মহলের দাবি, তার ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ঘাসফুল শিবির। তারই মাঝে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)।
তিনি বলেন, “সততার প্রতীক নিয়ে আজ নানা কথা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে লিখতে পারছেন না সততার প্রতীক। অথচ তাঁর লেখার ১০০ শতাংশ অধিকার আছে। কিন্তু আমাদের মতো কিছু উদয়ন গুহ থাকার জন্য ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ছবির নিচে সততার প্রতীক লিখতে পারছেন না। তাঁর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নন। আমরা উদয়ন গুহরাই দায়ী। আমরা কাউকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছি। ঘর দেওয়ার নামে টাকা নিয়েছি।”
[আরও পড়ুন: ‘প্রযোজকের ইনকাম সার্টিফিকেট দেখেন নাকি?’, দুর্নীতিতে টলি-যোগে অভিনেতাদের পাশেই শতাব্দী]
প্রতারিতদের পাশে দাঁড়িয়ে উদয়ন গুহ আরও বলেন, “কেউ চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে কোটিপতি হয়েছে। আবার যারা ধার দেনা করে টাকা দিয়েছেন তাঁরা বাড়ি থেকে বেরোতে পারছেন না। যারা এই অসৎ কাজ করেছে আমি যদি টিকে থাকি তাহলে এসমস্ত লোকেদের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করা হবে না। তার জন্য যদি আমার পদ যায় যাক। কিন্তু দুর্নীতি বরদাস্ত নয়।” দুর্নীতি নিয়ে শোরগোলের মাঝে উদয়ন গুহর এহেন প্রতিক্রিয়া যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।