Advertisement
মায়ের সঙ্গে নাচ ছেলের, বাঁশি ফেরি বৃদ্ধের, বিশেষ চাহিদাসম্পন্নদের নানা ছবি
ধর্মতলায় 'বিশ্ব প্রতিবন্ধী দিবস' উপলক্ষে হয়ে গেল বিশেষ অনুষ্ঠান।
'ওরা অকারণে চঞ্চল'। জীবন কিছুটা ভিন্ন পথেই চলে। রোজ দিন কাটে অন্যভাবে, অন্যের উপর নির্ভরশীল হয়ে। ওরা বিশেষ চাহিদাসম্পন্ন। বছরের এই একটি দিন ওদের জন্য নানা আয়োজন। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। ছবি: শুভাশিস রায়।
তবে কারও কারও জীবন বিশেষ দিনেও কাটল আর পাঁচটা দিনের মতো। ধর্মতলার রাস্তায় বাঁশি ফেরি করে বেড়ালেন বিশেষ চাহিদাসম্পন্ন এই বৃদ্ধ। ছবি: শুভাশিস রায়।
বাঁধভাঙা আনন্দ। একসঙ্গে তারই মতো এতজন মানুষকে দেখে উচ্ছ্বসিত বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর। মায়ের হাত ধরে রাস্তাতেই নেচে উঠল সে। ছবি: শুভাশিস রায়।
Published By: Sucheta SenguptaPosted: 08:15 PM Dec 03, 2022Updated: 08:16 PM Dec 03, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
