shono
Advertisement
US

বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত আমেরিকা! এলোপাথাড়ি গুলিতে মৃত অন্তত ৬

ছ'টি আলাদা আলাদা জায়গায় হামলা চালানো হয়।
Published By: Subhodeep MullickPosted: 08:00 PM Jan 11, 2026Updated: 08:00 PM Jan 11, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। মিসিসিপির ক্লে কাউন্টির তিনটি পৃথক জায়গায়া দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার রাতে ক্লে কাউন্টির তিনটি পৃথক স্থানে হামলা চালায় বন্দুকবাজরা। তাতেই মৃত্যু অন্তত ছ’জনের। ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি। এরপরই ঘটনার তদন্ত শুরু করে সে দেশের পুলিশ। আততায়ীদের খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গোটা ঘটনার নেপথ্যে রয়েছে ওই যুবকই। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, উত্তর-পূর্ব মিসিসিপিতে অবস্থিত ক্লে কাউন্টির জনসংখ্যা প্রায় ২০,০০০। সূত্রের খবর, এর আগেও সেখানে গুলি চালানোর ঘটনা ঘটেছে। ক্লে কাউন্টি শেরিফ এডি স্কট সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, 'অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আর কোনও ভয় নেই। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা।
  • মিসিসিপির ক্লে কাউন্টির তিনটি পৃথক জায়গায়া দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের।
  • অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement