সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একট বা দুটো নয়। একশো নয় বা হাজারও নয়। কয়েক হাজার আত্মঘাতী বোমারু আছে হামলা চালানোর জন্য। প্রকাশ্যে আসা একটি অডিওবার্তায় পাক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে (Masood Azhar) হুমকির সুরে এ কথাই বলতে শোনা গেল! দাবি, সমাজমাধ্যমে সেই অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। সংবাদ প্রতিদিন ডিজিটাল অবশ্য সেটির সত্যতা যাচাই করেনি।
প্রকাশ্যে আসা অডিও ক্লিপে যে কণ্ঠস্বরটি শোনা গিয়েছে, সেটি মাসুদেরই বলে দাবি। অডিও ক্লিপে শোনা গিয়েছে, জঙ্গি সংগঠনের ক্যাডারদের উদ্দেশে ভাষণ দিচ্ছে মাসুদ। জইশের এখনও কতটা ক্ষমতা রয়েছে, তা বোঝাতেই আত্মঘাতী বোমারুর কথা বলছিল সে। তাকে বলতে শোনা যায়, "আমাদের হাতে এত আত্মঘাতী বোমারু আছে যে, আসল সংখ্যাটা বললে গোটা বিশ্বে হইচই পড়ে যাবে। এই আত্মঘাতী বোমারুরা কোনও পুরস্কার চায় না। কোনও সুযোগসুবিধা চায় না। এরা শুধু শহিদের তকমা চায়।"
যদিও অডিও ক্লিপটি ঠিক কবেকার, ভারতীয় সেনার সিঁদুর অভিযানের আগে না পরে, তা-ও স্পষ্ট নয়। তবে যদি সেটি সিঁদুর অভিযানের পরে হয়ে থাকে, তবে জঙ্গিনেতার নিশানায় ভারতই রয়েছেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত বছর জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার পরেই পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সেই অভিযানের নাম অপারেশন সিঁদুর। তা নিয়ে সীমান্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে দিন দুয়েক টানাপড়েনও চলে। পরে দু'দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়।
সিঁদুর অভিযানে যে জইশের ঘাঁটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তা জঙ্গি সংগঠনের একাধিক নেতাই প্রকাশ্যে শিকার করেছেন। এ-ও স্বীকার করা হয়েছে যে, ভারতীয় সেনার প্রত্যাঘাতে মাসুদের পরিবারের বেশ কয়েক জন সদস্য নিহত হয়েছেন। শুধু তা-ই নয়, ভারতকে এর ভুগতে হবে বলেও প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে জঙ্গিনেতাদের। তাই, মাসুদের নিশানাতেও ভারতই রয়েছে বলে মনে করা হচ্ছে।
