shono
Advertisement
Donald Trump

ভেনেজুয়েলার পর কিউবা 'দখল'! পরবর্তী প্রেসিডেন্ট বেছে দিয়ে ট্রাম্প বলছেন, 'খুশ হুয়া'

'দেরি হয়ে যাওয়ার আগেই...', কিউবাকে হুঁশিয়ারি ট্রাম্পের।
Published By: Anwesha AdhikaryPosted: 07:11 PM Jan 11, 2026Updated: 07:11 PM Jan 11, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে সেখানে 'পুতুল' সরকার বসিয়েছেন। এবার কি ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে কিউবায়? তেমনটাই ইঙ্গিত মিলল মার্কিন প্রেসিডেন্টের সোশাল মিডিয়ায়। কেবল কিউবা দখলই নয়, সেদেশের পরবর্তী প্রেসিডেন্টও বেছে ফেলেছেন ট্রাম্প!

Advertisement

গত ৩ জানুয়ারি গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালায় মার্কিন সেনা। মাত্র আধ ঘণ্টার অপারেশনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনা। ভেনেজুয়েলা থেকে মাদুরোকে নিয়ে এসে বন্দি করা হয়েছে মার্কিন জেলে। ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডেলসি রডরিগেজ। কিন্তু তেল বিক্রি থেকে শুরু করে বিদেশনীতি-কারাকাসের যাবতীয় কার্যকলাপ বকলমে নিয়ন্ত্রণ করছে ওয়াশিংটনই।

এহেন পরিস্থিতিতে ট্রাম্প কি নজর দিচ্ছেন কিউবার দিকে? ভেনেজুয়েলা 'দখলে'র পরই মার্কিন প্রেসিডেন্ট তোপ দেগেছিলেন কলম্বিয়া এবং কিউবাকে। বলেছিলেন, অসুস্থ এক ব্যক্তি কলম্বিয়া পরিচালনা করছেন। প্রয়োজন পড়লে সেখানেও আমেরিকা অভিযান চালাতে পারে বলেও জানিয়েছিলেন ট্রাম্প। একইসঙ্গে কিউবা প্রসঙ্গও উল্লেখ করেছেন। তাঁর মত ছিল, ভেনেজুয়েলার তৈলভাণ্ডারের উপর কিউবার অর্থনীতি অনেকখানি নির্ভর করে। কিন্তু মার্কিন 'দখলে' থাকা ভেনেজুয়েলার তেল কিউবায় পাঠানো হবে না, স্পষ্ট ইঙ্গিত ছিল ট্রাম্পের।

এবার সোশাল মিডিয়ায় ইঙ্গিতবাহী মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। কোনও এক নেটিজেনের মত ছিল, 'কিউবার প্রেসিডেন্ট হবেন মার্কো রুবিও।' সেই মন্তব্যে ট্রাম্পের উত্তর, 'ব্যাপারটা হলে তো ভালোই হবে।' তারপর থেকেই নেটদুনিয়ায় জল্পনা, তাহলে কি এবার কিউবায় হামলা চালাবে মার্কিন ফৌজ? বিদেশসচিব মার্কো রুবিওকে প্রেসিডেন্ট না করলেও অন্য কোনও পরিকল্পনা রয়েছে কিউবাকে নিয়ে? তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য নিছকই মজা। এখনই কিউবায় হামলা করবে না আমেরিকা। তবে ট্রাম্প কিউবাকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, দেরি হয়ে যাওয়ার আগেই যেন হাভানা চুক্তি করে ফেলে ওয়াশিংটনের সঙ্গে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ৩ জানুয়ারি গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালায় মার্কিন সেনা।
  • ভেনেজুয়েলা 'দখলে'র পরই মার্কিন প্রেসিডেন্ট তোপ দেগেছিলেন কলম্বিয়া এবং কিউবাকে। বলেছিলেন, অসুস্থ এক ব্যক্তি কলম্বিয়া পরিচালনা করছেন।
  • ট্রাম্প কিউবাকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, দেরি হয়ে যাওয়ার আগেই যেন হাভানা চুক্তি করে ফেলে ওয়াশিংটনের সঙ্গে। 
Advertisement