সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন জেলে বন্দি অবস্থায় দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন নিকোলাস মাদুরো। জানালেন, 'চিন্তা করো না, আমি একজন যোদ্ধা।' আমেরিকায় থেকে নিজের উকিলের মাধ্যমে পাঠানো নিকোলাসের এই বার্তা প্রকাশ্যে এনেছেন তাঁর পুত্র তথা ভেনেজুয়েলার সাংসদ মাদুরো গুয়েরা।
ভেনেজুয়েলার শাসকদল 'ইউনাইটেড সোশালিস্ট পার্টি'র নেতা ও সমর্থকদের উদ্দেশে মাদুরো পুত্র গুয়েরা বলেন, "উকিলের মাধ্যমে আমেরিকা থেকে বার্তা পাঠিয়েছেন আমাদের উনি। উকিল বলেছেন, তিনি যথেষ্ট মজবুত আমাদের চিন্তা করার কোনও প্রয়োজন নেই।' বাবা তাঁর বার্তায় জানিয়েছেন, ''আমরা ঠিকঠাক আছি। আমি একজন যোদ্ধা।'' উল্লেখ্য, মাদুরোর এই বার্তা এমন সময়ে এল যখন আমেরিকার মাটি থেকে মাদুরো ও তাঁর স্ত্রীকে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভেনেজুয়েলার শাসন কর্মসূচি নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। এখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভোররাতে ভেনেজুয়েলায় দুঃসাহসিক অভিযান চালিয়েছিল আমেরিকা। প্রেসিডেন্টের যাবতীয় নিরাপত্তাবলয় ভেঙে বাড়ির শোয়ার ঘর থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। গোটা বিশ্বকে স্তম্ভিত করে দেয় এই অভিযান। এই ঘটনার পর সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিলেন নিকোলাসের পুত্র মাদুরো গুয়েরা। এক অডিও বার্তায় ভেনেজুয়েলার জনগণকে পথে নামার আহ্বান জানান তিনি। যাদের বিশ্বাসঘাতকতার জন্য আমেরিকা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে তাঁদের উদ্দেশে গুয়েরা বলেন, ‘ইতিহাস বলবে বিশ্বাসঘাতক কে ছিল। ইতিহাসই সেই সত্য প্রকাশ্যে আনবে। আমরা সেটা দেখব।”
কঠিন এই সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার ও হার না মানার আবেদন জানিয়ে আবেগের সুরে মাদুরো বলেন, “আমরা ঠিক আছি। শান্ত আছি। আপনারা আমাদের রাজপথে দেখতে পাবেন। জনগণের পাশেই মর্যাদার পতাকা ওড়াতে দেখবেন আমাদের।’ একইসঙ্গে বলেন, ‘ওরা আমাদের দুর্বল হিসেবে দেখতে চায়। কিন্তু আমরা কোনওরকম দুর্বলতা দেখাব না।” একইসঙ্গে বলেন, “যা ঘটেছে তা আমার জন্য অত্যন্ত কষ্টের, ভীষণ রাগ হচ্ছে। কিন্তু আমি আমার মায়ের নামে প্রতিজ্ঞা করে বলছি, ওরা জিততে পারবে না।” গুয়েরার সেই বার্তার পর আমেরিকা থেকে এবার দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন বন্দি মাদুরো।
