সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার ছক! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনের সামনে সন্দেহভাজন এক সশস্ত্র যুবককে গুলি করল নিরাপত্তাবাহিনী। স্থানীয় সময় অনুযায়ী শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। এরপর রবিবার হোয়াইট হাউসের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। জানা যাচ্ছে, এই ঘটনার সময় উপস্থিত ছিলেন না ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি হোয়াইট হাউসের অত্যন্ত কাছে চলে এসেছিলেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকাতে পালটা বন্দুক তাক করেন যুবক। সন্দেহভাজনকে লক্ষ্য করে তৎক্ষণাৎ গুলি চালানো হয়। তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক আমেরিকার ইন্ডিয়ানার বাসিন্দা। সেখান থেকে ওয়াশিংটন ডিসিতে এসেছিলেন তিনি। নিরাপত্তাবাহিনীর গুলিতে গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, সিক্রেট সার্ভিসের এজেন্টরা হোয়াইট হাউসের উলটোদিকের একটি ব্লকে সন্দেহভাজন যুবককে গাড়ি পার্ক করার সময় দেখতে পান। সন্দেহভাজন ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতে গেলে তখনই ঘটে এই ঘটনা। সিক্রেট সার্ভিসের তরফে জানানো হয়েছে, কেন ওই যুবক হোয়াইট হাউসে এসেছিলেন তা তদন্ত করে দেখছে মেট্রোপলিটন পুলিশ বিভাগ। অভিযুক্ত ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার চেষ্টা করছিলেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন না একটি শুটিং উপলক্ষে বর্তমানে ফ্লোরিডাতে রয়েছেন তিনি।
