সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধবাসীদের দেশছাড়া করতে উঠেপড়ে লেগেছে মার্কিন প্রশাসন। দেশজুড়ে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের খুঁজে বের করে তাঁদের দেশছাড়া করা হচ্ছে। দেশবাসীও যাতে এই কাজে প্রশাসনকে সহযোগিতা করেন তার জন্য বিশেষ অফার নিয়ে এল আমেরিকার একটি বার। ঘোষণা করা হয়েছে, যে ব্যক্তি অবৈধবাসীর ঠিকানা জানিয়ে অভিযুক্তকে দেশছাড়া করতে প্রশাসনকে সহযোগিতা করবেন তাঁকে সারা মাস বিনামূল্যে অফুরন্ত বিয়ার দেওয়া হবে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অবৈধবাসী তাড়াতে এমন অভিনব অফার সামনে এনেছে আমেরিকা ইদাহো ঈগল নামে একটি বার। সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু করেছে বার কর্তৃপক্ষের ওই বিজ্ঞাপন। আমেরিকা থেকে অবৈধবাসীদের তাড়াতে দিনরাত কাজ করছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এক্স হ্যান্ডেলে বিষয়টি নজরে আসার পর প্রতিক্রিয়া দিয়েছে এই দপ্তর। বার কর্তৃপক্ষের ওই পোস্টের নিচে মজার কমেন্ট করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। একটি জিআইএফ শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি চরিত্র চোখ বড়বড় করে বসে রয়েছেন, তার হাত থেকে পড়ে যাচ্ছে গ্লাস।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এমন প্রতিক্রিয়া সামনে আসার পর সেখানে কমেন্ট করতে শুরু করেছেন বহু মানুষ। একজন লিখেছেন, 'যদি এই অফার হোমল্যান্ড সিকিউরিটির জন্য হয়, তাহলে তাদের অর্ধেক কর্মী মাতাল হয়ে যাবেন।' আরেকজন লিখেছেন, 'এই প্রস্তাবের মাধ্যমে, আজ মধ্যরাতের মধ্যে ইদাহো আমেরিকার সবচেয়ে নিরাপদ সীমান্ত হয়ে উঠবে। বার কর্মীরা দেখছি মার্কিন কংগ্রেসের চেয়ে বেশি কাজ করছেন।'
অবশ্য ওই বার কর্তৃপক্ষের এমন চমকপ্রদ অফার এই প্রথমবার নয়। এই বারটির মালিক মার্ক ফিটজপ্যাট্রিক। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচিত। 'LGBTQ+ প্রাইড মান্থ'-এর বিরোধিতায় ২০২৪ সালে তিনি তাঁর বারে এক বিশেষ অফার আনেন। এবার তাঁর এই নয়া অফার সাড়া ফেলে দিল গোটা আমেরিকায়।
