shono
Advertisement
Stampede

স্কুলে বিস্ফোরণ! হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু ২৯ পড়ুয়ার, আহত বহু

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
Published By: Subhodeep MullickPosted: 07:55 PM Jun 28, 2025Updated: 07:55 PM Jun 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে বিস্ফোরণ। তার জেরেই হুড়োহুড়িতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হল ২৯ জন পড়ুয়ার। আহতের সংখ্যা অন্তত ২৫০। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বঙ্গুইতে।

Advertisement

জানা গিয়েছে, বুধবার সকালে বঙ্গুইয়ের একটি স্কুলে পরীক্ষা চলছিল। উপস্থিত হয়েছিলেন প্রায় পাঁচ হাজারেরও বেশি পড়ুয়া। সেই সময়ে হঠাৎই স্কুলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে গোলযোগ দেখা দেয়। তারপরই বিকট শব্দে বিস্ফোরণ হয়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় স্কুলের ভিতর। এর জেরেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ২৯ জন পড়ুয়ার। আহতের সংখ্যা ২৫০-রও বেশি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। বৈদ্যুতিক ট্রান্সফরমারে গোলযোগের জেরে এই বিস্ফোরণ হলেও এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

পুলিশের এক আধিকারিক বলেন, “স্কুলে পরীক্ষা চলার কারণে প্রচুর পড়ুয়া উপস্থিত হয়েছিল। তখনই বিস্ফোরণ হয়। বিকট শব্দে শুনে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষক এবং পড়ুয়ারা। তারপরই স্কুলে হুড়োহুড়ি পড়ে যায়। মৃত্যু হয়েছে ২৯ জনের। আমরা গোটা বিষয়টি তদন্ত করে দেখছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্কুলে বিস্ফোরণ।
  • তার জেরেই হুড়োহুড়িতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হল ২৯ জন পড়ুয়ার।
  • আহতের সংখ্যা অন্তত ২৫০।
Advertisement