shono
Advertisement
Sudanese Military Aircraft Crash

সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত অন্তত ৪৬

এর আগে জানুয়ারিতে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ২০ জন।
Published By: Sayani SenPosted: 10:15 PM Feb 26, 2025Updated: 08:29 AM Feb 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনা। সামরিক বিমান ভেঙে পড়ে। তাতে আগুন লেগে যায়। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, এই দুর্ঘটনায় কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে এখনও হতাহতের খবর নিশ্চিত করা হয়নি।

Advertisement

জানা গিয়েছে, সুদানের রাজধানী খার্তুমের ওমদুরমানে বিমান অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে বলেই খবর। এছাড়া নিহতদের তালিকায় বেশ কয়েকজন মহিলা এবং শিশু রয়েছে বলেও জানা গিয়েছে। প্রযুক্তিগত কোনও ত্রুটির জেরে অঘটন বলেই খবর।

উল্লেখ্য, এর আগে গত জানুয়ারি মাসে ইউনিটি প্রদেশের একটি তেলের খনি অঞ্চলের রানওয়ে থেকে রাজধানী জুবার উদ্দেশে রওনা দিয়েছিল একটি বিমান। যদিও ওড়ার পরেই স্থানীয় সময় সাড়ে ১০টা নাগাদ বিমানবন্দর থেকে ৫০০ মিটার দূরে ভেঙে পড়ে বিমানটি। দক্ষিণ সুদান সরকারের তরফে জানানো হয়, দুর্ঘটনায় বিমানের পাইলট ও কো-পাইলটও মারা গিয়েছেন। যাত্রীরা সকলেই ওই তৈলক্ষেত্রের কর্মী। তাঁদের মধ্যে ১৬ জন সুদানি, ২ জন চিনা, একজন ভারতীয়। দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি তৈলক্ষেত্রের সুদানি ইঞ্জিনিয়ার। তাঁকে দ্রুত বেনিতুই স্টেট হাসপাতালে ভর্তি করা হয়। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিমান দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ৪৬ জনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনা। সামরিক বিমান ভেঙে পড়ে।
  • তাতে আগুন লেগে যায়। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, এই দুর্ঘটনায় কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে।
  • তবে সরকারিভাবে এখনও হতাহতের খবর নিশ্চিত করা হয়নি।
Advertisement