সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুকে মেসেজ করেছিলেন, নিরাপদে বাড়ি পৌঁছে গিয়েছেন। এরপরই আশঙ্কায় ভরা মেসেজ, কে যেন লুকিয়ে আছে সিঁড়ির তলায়। এরপরই জঙ্গলের গভীরে মাটিতে পোঁতা অবস্থায় উদ্ধার হল একটা স্যুটকেস। সেই স্যুটকেসের ভিতরে মিলল অস্ট্রিয়ার ইনফ্লুয়েন্সারের দেহ! ৩১ বছরের স্টিফানি পাইপারের এমন পরিণতি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীদের দাবি, সেই রাতে তাঁর বাড়ি থেকে ঝগড়ার আওয়াজ পাওয়া গিয়েছিল। তাঁর প্রাক্তন প্রেমিককে সেখানে দেখতে পাওয়া গিয়েছিল বলেও কারও কারও দাবি। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেট ভুবনে জনপ্রিয় স্টিফানি পাইপার। তিনি মেকআপ, ফ্যাশন জাতীয় কনটেন্ট শেয়ার করেন। পাশাপাশি গানের ভিডিও-ও পোস্ট করেন। এহেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের এমন পরিণতি মানতে পারছেন না নেটিজেনরা। ঠিক কী হয়েছিল? ঘটনা গত ২৩ নভেম্বরের। স্টিফানি সেদিন একটি পার্টিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরই তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। স্লোভানিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে স্টিফানির প্রাক্তন প্রেমিককে। তিনি নিজের গাড়িটি আগুন লাগিয়ে পুড়িয়ে দেন বলে দাবি পুলিশের। এও বলা হচ্ছে, ওই গাড়িতেই তিনি স্লোভানিয়ায় গিয়েছিলেন বেশ কয়েকবার। ২৪ নভেম্বর পুলিশ জানতে পেরেছিল এক ক্যাসিনোর পার্কিং লটে একটি গাড়িতে আগুন লেগে গিয়েছে। সেই গাড়িটি ছিল অভিযুক্তরই। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয় বলে তদন্তকারীরা জানিয়েছেন। তাঁকে অস্ট্রিয়া পুলিশের হাতে প্রত্যর্পণ করা হয়েছে।
পুলিশের দাবি, ইতিমধ্যেই নিজের অপরাধ কবুল করেছেন অভিযুক্ত। জানিয়েছেন, তিনিই তাঁর প্রাক্তন প্রেমিকাকে খুন করে দেহ স্যুটকেসে ভরে মাটিতে পুঁতে দেন। দেহটি কোথায়, সেটাও তিনিই জানিয়েছেন বলে প্রতিবেদন থেকে জানা যাচ্ছে। এদিকে এও জানা যাচ্ছে, নিহত যুবতীর দুই পুরুষ আত্মীয়কেও গ্রেপ্তার করা হয়েছে।
