shono
Advertisement
Space mission

মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটি! থমকে শুভাংশুদের ব্যোমযাত্রা

শেষবেলায় ফের বিড়ম্বনা।
Published By: Amit Kumar DasPosted: 09:28 AM Jun 11, 2025Updated: 09:28 AM Jun 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল বুধবার ভারতীয় সময় অনুযায়ী বিকেলে মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু শুল্করা। তবে শেষবেলায় ফের বিড়ম্বনা। মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির জেরে এই নিয়ে পঞ্চমবার পিছিয়ে গেল শুভাংশুদের ব্যোমযাত্রা। এদিন মহাকাশ যাত্রা পিছিয়ে দেওয়ার কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে এলন মাস্কের সংস্থা স্পেসএক্স।

Advertisement

এলন মাস্কের সংস্থা স্পেসএক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপে আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল শুভাংশু-সহ চার মহাকাশচারীর। তবে যাত্রা শুরুর আগেই বুধবার সকালে এক্স হ্যান্ডেলে মাস্কের সংস্থার তরফে জানানো হয়, এই মহাকাশযাত্রার জন্য যে ফ্যালকন-৯ রকেট ব্যবহার করার কথা ছিল তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। যার জেরেই আপাতত স্থগিত রাখা হচ্ছে যাত্রা। কবে ফের যাত্রা শুরু হবে সে বিষয়েও সংস্থার তরফে কিছুই জানানো হয়নি। বলা হয়েছে, ত্রুটি শোধরানোর পর নতুন তারিখ ঘোষণা করবে সংস্থা।

যান্ত্রিক ত্রুটি নিয়েও বিস্তারিত তথ্য দিয়েছে স্পেসএক্স। বলা হয়েছে, উৎক্ষেপণের আগে মহাকাশযানের ‘ফায়ার বুস্টার’ পরীক্ষা সময় নজরে পড়ে রকেটে ‘এলওএক্স’ অর্থাৎ রকেটের অক্সিজেন লিক করছে। ফ্যালকন-৯ রকেটের এই সমস্যা নতুন নয়। আগের অভিযানেই অক্সিজেন লিকের সমস্যাটা নজরে আসে। সেই সমস্যার কারণেই এ বারও শুভাংশুদের মহাকাশযাত্রা পিছিয়ে দিতে হল স্পেসএক্সের।

উল্লেখ্য, বেসরকারি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়ার জন্য তৈরি ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাঁর সঙ্গী মহাশূন্যে দীর্ঘ সময় কাটানো বর্ষীয়ান নভোচর পেগি হুইটসন এবং পোল্যান্ড, হাঙ্গেরির দুই নভোচর। উদ্দেশ্য ছিল, ১৪ দিন তাঁরা আইএসএসে থাকবেন, বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালাবেন। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি এই কাজ করবে। শুভাংশু ভারতের নিজস্ব স্পেস মিশন ‘গগনযান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এই অভিযানের মাধ্যমে। অ্যাক্সিয়ম-৪ ক্যাপসুলে এই চারজনের ওড়ার কথা ছিল মঙ্গলবার বিকেল নাগাদ। কিন্তু আবহাওয়া অনুকূল নয় বলে শেষ বেলায় বাতিল করা হয় অভিযান। বলা হয়, বুধবার বিকেলে শূন্যে পাড়ি দেবে যানটি। তবে এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল অভিযান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কথা ছিল বুধবার ভারতীয় সময় অনুযায়ী বিকেলে মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু শুল্করা।
  • তবে শেষবেলায় ফের বিড়ম্বনা।
  • মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির জেরে এই নিয়ে পঞ্চমবার পিছিয়ে গেল শুভাংশুদের ব্যোমযাত্রা।
Advertisement