সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল সংকটে নাজেহাল পাকিস্তান অবশেষে সন্ত্রাসবাদ ইস্যুতে মাথানত করল ভারতের কাছে! সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি জানালেন, লস্কর প্রধান হাফিজ সইদ ও জইশ প্রধান মাসুদ আজাহারকে ভারতের হাতে তুলে দিতে রাজি তারা। যদিও সেক্ষেত্রে ভারতকে সহযোগিতা করতে হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি বিলাওয়াল জানিয়েছেন, "পাকিস্তানের সঙ্গে আলোচনায়, বিশেষ করে সন্ত্রাসবাদ ইস্যুতে আলোচনায় বসতে আমরা প্রস্তুত।" একইসঙ্গে তিনি বলেন, সুসম্পর্কের নিরিখে লস্কর ই তইবার প্রধান হাফিজ সইদ ও জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজাহারকে আমরা প্রত্যর্পণ করতে রাজি আছি। বর্তমানে হাফিজ সইদ সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে ৩৩ বছরের কারাদন্ড ভোগ করেছেন। একইসঙ্গে রাষ্ট্রসংঘ কতৃক ঘোষিত জঙ্গি আজাহারকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, "ভারত এদের বিরুদ্ধে সীমান্তবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলেছে। তবে সেক্ষেত্রে তাদের দোষী প্রমাণ করতে কিছু মৌলিক পন্থা অবলম্বনে অস্বীকার করেছে ভারত।" এরপরই তিনি বলেন, "ভারতের প্রতিনিধি পাকিস্তানের আদালতে এসে উপযুক্ত প্রমাণ দিক।"
এরপরই বিলাওয়াল বলেন, "যদি ভারত এই প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত থাকে তাহলে তারা জানাক। সেক্ষেত্রে আমি নিশ্চিত যে পাকিস্তানের মাটিতে অপরাধী এই ব্যক্তিদের প্রত্যর্পণে আর কোনও বাধা থাকবে না।" সন্ত্রাসবাদ প্রসঙ্গে তাঁর আরও বার্তা, "সন্ত্রাস পাকিস্তান বা ভারত কারও স্বার্থেই কাজ করে না।" আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে পিপিপি প্রধান আরও বলেন, ”হাফিজ সইদ এখানে বহাল তবিয়তে রয়েছে একথাটা ঠিক নয়। আর মাসুদ আজহারের কথা যদি বলেন আমরা ওকে গ্রেপ্তার করতে পারিনি কিংবা চিহ্নিত করতে পারিনি। ওর আফগান জেহাদিদের সঙ্গে অতীত সম্পর্ক মাথায় রেখে বলতে পারি, আমাদের বিশ্বাস ও আফগানিস্তানেই রয়েছে। যদি ভারত সরকার আমাদের তথ্য দিতে পারে যে ও পাকিস্তানের মাটিতেই রয়েছে, সেক্ষেত্রে আমরা ওকে খুশি মনে গ্রেপ্তার করতে পারি। কিন্তু ঘটনা হল, ভারত সরকার তেমন কোনও তথ্য দিচ্ছে না।”
উল্লেখ্য, পাকিস্তান যতই দাবি করুক একাধিক ঘটনায় ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে পাকিস্তানের রীতিমতো জামাই আদর পেয়ে থাকে জঙ্গিরা। হাফিজ সইদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার সুর বদলে জঙ্গি প্রত্যর্পণে পাকিস্তানের রাজি হওয়ার নেপথ্যে ওয়াকিবহাল মহলের মত, আসলে সিন্ধুর জল আটকে দেওয়ায় কেঁদে কূল পাচ্ছে না পাকিস্তান। বারবার ভারতের কাছে অনুনয় বিনয় করা হলেও সে কথা কানে তোলেনি দিল্লি। আসন্ন বিপদ বুঝে আলোচনার বসার বার্তা আগেই দেওয়া হয়েছিল ইসলামাবাদের তরফে। এবার পাকিস্তানের কোলে দোল খাওয়া জঙ্গিদের প্রত্যর্পণের বার্তা দিলেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল।