সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিদেশের মাটি থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। জার্মানিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাহুলের অভিযোগ, দেশের তদন্তকারী সংস্থা ইডি, সিবিআইকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিজেপি। অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে একটিও মামলা নেই। রাহুলের বক্তব্য সামনে আসার পর পালটা রাহুলকে 'শিশুসুলভ' বলে কটাক্ষ করেছে গেরুয়া শিবির।
৫ দিনের সফরে জার্মানি গিয়েছেন রাহুল। সেখানেই বার্লিনে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, ইডি-সিবিআইকে বিরোধীদের দমন করার জন্য ব্যবহার করছে বিজেপি সরকার। রাহুলের অভিযোগ, 'আমাদের দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর সর্বাত্মক দখল চলছে। গোটা ব্যবস্থাটার উপর আক্রমণ চালানো হচ্ছে। বিজেপির বিরুদ্ধে ইডি-সিবিআইয়ের কোনও মামলা নেই। যত মামলা সব বিরোধীদের বিরুদ্ধে। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি তাদের ভূমিকা যথাযথভাবে পালন করছে না। রাজনৈতিক স্বার্থে এদের নিয়ন্ত্রণ করা হচ্ছে।'
শুধু তাই নয়, ভোট চুরির অভিযোগ নিয়েও বিজেপিকে কড়া সুরে আক্রমণ শানান রাহুল গান্ধী। রাহুল বলেন, আমরা তেলেঙ্গানা, হিমাচলপ্রদেশে নির্বাচন জিতেছি। কিন্তু দেশের নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। হরিয়ানার নির্বাচনে আমরা যে জিতেছি তার তথ্যপ্রমাণ তুলে তুলে ধরা হয়েছে। এমনকী মহারাষ্ট্রেও আমাদের জপ্য নিশ্চিত ছিল। রাহুলের অভিযোগ, ভোটার তালিকায় ডুপ্লিকেট নাম-সহ একাধিক অনিয়মের প্রমাণ নির্বাচন কমিশনে পেশ করা হলেও তাদের তরফে কোনও জবাব আমরা পাইনি। আমার বিশ্বাস, দেশের নির্বাচন ব্যবস্থায় বড়সড় ত্রুটি রয়েছে।
বিদেশের মাটিতে রাহুলের এহেন বয়ান সামনে আসার পর কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। এক্স হ্যান্ডেলে বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারি লেখেন, 'যে ভারতকে ভালোবাসে সে কখনও বিদেশের মাটিতে ভারতের অপমান করতে পারে? তাঁর অভিযোগ, রাহুল আসলে বিদেশ ঘুরে ভারত বিরোধী শক্তিকে একজোট করার চেষ্টা করছে। বিজেপি নেত্রী শোভা করন্দলাজ রাহুলকে 'ভারত বিরোধী নেতা' বলে কটাক্ষ করেন। তাঁর কথায়, 'বিদেশের মাটিতে দেশের বিরুদ্ধে মন্তব্য করে রাহুল কী অর্জন করতে চান? আসলে ওনার আচরণ এখনও শিশুর মতো, একজন নেতার মতো নয়।'
