shono
Advertisement

ভোটের আগে ধাক্কা ঋষি সুনাকের, উপনির্বাচনে গুরুত্বপূর্ণ আসনে হার কনজারভেটিভদের

দু'টি আসন ঋষি সুনাকের হাতছাড়া হয়েছে।
Posted: 12:27 PM Jul 21, 2023Updated: 12:27 PM Jul 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরই সাধারণ নির্বাচন ইংল্যান্ডে (England)। তার আগেই বড়সড় ধাক্কা খেল প্রধানমন্ত্রী ঋষি সুনাকের (Rishi Sunak) দল। উপনির্বাচনে নর্দার্ন লন্ডন আসনটি হেরে গিয়েছে টোরি পার্টি। তাছাড়াও দক্ষিণ ইংল্যান্ডের একটি আসন হাতছাড়া হয়েছে ঋষি সুনাকের দলের। সেদেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই দুই কেন্দ্রেই কনজারভেটিভ পার্টির জয় প্রায় নিশ্চিত ছিল। তবে এমপি পদ থেকে ইস্তফা দেওয়া বরিস জনসনের (Boris Johnson) আসনটি নিজেদের দখলে রেখেছে কনজারভেটিভ পার্টি (Conservative Party)।

Advertisement

গত অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর পদে বসেন ঋষি সুনাক। তারপর থেকেই দু’টি উপনির্বাচনে হেরেছে তাঁর কনজারভেটিভ পার্টি। তৃতীয়বার উপনির্বাচনে হারলে ব্যর্থতার নয়া নজির গড়তেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে একটি আসনে কোনওমতে জয় পেয়ে লজ্জার নজির আটকেছে কনজারভেটিভ পার্টি। খুব কম ব্যবধানে সাউথ রুইসলিপ ও উক্সব্রিজ আসন দুটিতে জিতেছে ব্রিটেনের শাসক দল। কিন্তু দু’টি গুরুত্বপূর্ণ আসন তাদের হাতছাড়া হয়েছে।

[আরও পড়ুন: ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরির দোরগোড়ায় বিরাট, দ্বিতীয় টেস্টে দাপট রোহিতদের]

শুক্রবার প্রকাশিত নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, কনজারভেটিভদের প্রধান বিরোধী দল লেবার পার্টির দখলে গিয়েছে সেলবি ও আইনস্টি আসনটি। অন্যদিকে, মধ্যপন্থী মতাদর্শের লিবারাল ডেমোক্রাট প্রার্থী জিতেছেন সমারটন ও ফ্রোম আসনটি। তবে বরিস জনসনের ছেড়ে যাওয়া আসনে জিতলেও স্বস্তিতে থাকবে না কনজারভেটিভ পার্টি। সেখানে আগের তুলনায় বিরোধীদের প্রাপ্ত ভোটের পরিমাণ অনেকখানি বেড়েছে বলেই দেখা গিয়েছে ফলাফলে।

ব্রিটিশ রাজনীতির বিশেষজ্ঞদের মতে, পরপর হারের পরে আগামী সাধারণ নির্বাচনে অনেকটাই ব্যাকফুটে থাকবে কনজারভেটিভ পার্টি। ২০২৪ সালের শেষের দিকেই সেদেশে নির্বাচন হতে পারে। ঋষি সুনাকের সরকারের ব্যর্থতার কারণ হিসাবে উঠে আসছে ব্রিটিশ সরকারের কঠোর কর নীতি। সাধারণ মানুষের আর্থিক দুর্দশার পাশাপাশি অতিমারীর সময়ে ব্রিটিশ সরকারের পার্টি গেট নিয়েও ক্ষুব্ধ ভোটাররা। ফলে আগামী নির্বাচনে সুনাকের দল আদৌ ক্ষমতায় ফিরতে পারবে কিনা, তা নিয়ে সংশয় বাড়ছে। 

[আরও পড়ুন:মণিপুরে মহিলাদের বিবস্ত্র করার ঘটনায় গ্রেপ্তার ৪, এত বিতর্কেও ইস্তফা দিচ্ছেন না মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement