shono
Advertisement

Breaking News

Khaleda Zia

বিশেষ বিমান দিচ্ছে কাতার, লন্ডনে চিকিৎসা সেরে দেশে ফিরছেন খালেদা জিয়া

জানুয়ারি মাসে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন, আপাতত সুস্থ তিনি।
Published By: Sucheta SenguptaPosted: 09:39 PM May 03, 2025Updated: 09:46 PM May 03, 2025

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: প্রায় চারমাস পর লন্ডনে চিকিৎসা সেরে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আগামী সপ্তাহে লন্ডন থেকে দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ঢাকা ফেরার কথা তাঁর। শনিবার ঢাকার গুলশনে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আগামী সোমবারই ফিরবেন তিনি। তবে সময়টা ঠিক কখন, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন মহাসচিব। দলীয় সূত্রে খবর, লন্ডনে এতদিন চিকিৎসার পর আপাতত সুস্থ রয়েছেন খালেদা জিয়া। বাংলাদেশে নির্বাচনী আবহের মাঝে দেশে ফিরে কি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করবেন তিনি? সেই প্রশ্ন থাকছেই।

Advertisement

বিএনপি সূত্রে আরও খবর, কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানেই (এয়ার অ্যাম্বুল্যান্স) দেশে ফিরবেন খালেদা জিয়া। শনিবার দলের মহাসচিব জানান, ‘‘যে বিমানে তিনি (খালেদা জিয়া) গিয়েছেন, কাতারের রয়্যাল অ্যাম্বুল্যান্স, সেই অ্যাম্বুল্যান্সের ফ্লাইটেই তিনি দেশে ফিরে আসবেন। সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। সময়টা নির্ভর করবে বিভিন্ন বিষয়ের উপর।'' বিএনপির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, রবিবার সন্ধ্যায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। তাঁর সঙ্গে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে ফিরছেন।

চলতি বছরের গোড়ার দিকে গুরুতর অসুস্থ হয়ে গত ৮ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেবারও কাতারের রাজা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরে বিশেষ বিমানের আয়োজন করেছিলেন। সেই এয়ার অ্যাম্বুল্যান্সেই লন্ডন পাড়ি দেন বিএনপি নেত্রী। এবার ফেরার সময়েও কাতার ওই বিশেষ বিমান দিয়ে তাঁকে ফিরতে সাহায্য করছে। স্বাভাবিকভাবেই বিএনপি চেয়ারপার্সনের দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত দলের কর্মীরা। জিয়ার প্রত্যাবর্তনে নতুন করে চাঙ্গা হবে বিএনপি শিবির, যা ইউনুসের কাছে বিশেষ মাথাব্যথার কারণ হতে চলেছে বলে মত ওয়াকিবহাল মহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী সপ্তাহে লন্ডন থেকে ঢাকা ফিরছেন খালেদা জিয়া।
  • কাতারের পাঠানো বিশেষ বিমান বা এয়ার অ্যাম্বুল্যান্সে ফিরছেন তিনি।
Advertisement