সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির কায়দায় এবার ভয়াবহ গাড়ি বিস্ফোরণ ইসলামাবাদে। মঙ্গলবার দুপুরে একটি আদালতের বাইরে বিস্ফোরণটি হয়। ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। একাধিক পাক সংবাদমাধ্যমের দাবি, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। পুলিশের তরফেও নাশকতার বিষয়টি উড়য়ে দেওয়া হচ্ছে না।
পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ ইসলামাবাদের একটি আদালত চত্বরের পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। তারপরই ছড়িয়ে পড়ে আগুন। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও। জানা যাচ্ছে, ঘটনার সময় সেখানে বহু মানুষের ভিড় ছিল। তাঁদের মধ্যে ছিলেন বহু আইনজীবীও। বিস্ফোরণের পরই সেখানে হুলস্থূল পড়ে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেটি ছয় কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছিল বলে খবর। কিন্তু কী কারণে বিস্ফোরণটি হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়িটির মধ্যে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। কোনও কারণে সেটি বিস্ফোরণ হয়েছে। তবে নাশকতার দিকটিও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, দমকল এবং উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিস্ফোরণের পরই ইসলামাবাদ, রাওয়ারপিন্ডি-সহ পাকিস্তানের বড় শহরগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
এই ঘটনায় আফগানিস্তানকেই কাঠগড়ায় তুলেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। তিনি বলেন, "এই ঘটনা যুদ্ধের সমান। পাক সেনাবাহিনী জনগণকে সুরক্ষিত রাখার জন্য প্রতিদিন ত্যাগ স্বীকার করছে।"
উল্লেখ্য, সোমবার সন্ধ্যে ৬টা ৫২ মিনিট নাগাদ লালকেল্লার কাছে একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। তারপরই সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়িগুলিতে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই একই কায়দায় বিস্ফোরণ হল ইসলামাবাদে।
