shono
Advertisement
China

বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের দামামা! ট্রাম্পকে পালটা দিয়ে মার্কিন পণ্যে বড়সড় শুল্ক চিনের

মার্কিন সংস্থার বিরুদ্ধে নিয়মভঙ্গের তদন্তও করতে চলেছে বেজিং।
Published By: Anwesha AdhikaryPosted: 11:45 AM Feb 04, 2025Updated: 12:03 PM Feb 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের দামামা! ডোনাল্ড ট্রাম্পের পালটা দিয়ে এবার নতুন শুল্ক ঘোষণা করল চিন। পাশাপাশি মার্কিন সংস্থার বিরুদ্ধে নিয়মভঙ্গের তদন্তও করতে চলেছে বেজিং। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশ যেভাবে শুল্ক যুদ্ধ শুরু করেছে তাতে সিঁদুরে মেঘ দেখছে ওয়াকিবহাল মহল।

Advertisement

দ্বিতীয়বার কুরসিতে বসেই বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার সেই মতো কানাডা, মেক্সিকো এবং চিনের পণ্যের উপর চড়া শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন তিনি। জানানো হয়, চিন থেকে আমদানি করা সামগ্রী থেকে ১০ শতাংশ নেবে ট্রাম্প প্রশাসন। নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে ট্রাম্প লেখেন, ‘ইন্টারন্যাশনাল এমারজেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের মাধ্যমে এই কর আরোপ করা হল। কারণ, অবৈধ অনুপ্রবেশকারী এবং বিষাক্ত মাদক আমেরিকার নাগরিকদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে।’

প্রকাশ্যেই এই শুল্ক চাপানোর তীব্র নিন্দা করেছিল চিন। তারপর তিনদিনের মধ্যে মার্কিন পণ্যের উপর ১৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করল বেজিং। তবে সমস্ত পণ্যে কার্যকর হবে না এই শুল্ক। কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসের উপর ১৫ শতাংশ কর বসানো হয়েছে। তেল এবং কৃষির সরঞ্জামের উপর থাকবে ১০ শতাংশ শুল্ক। চিনের বাণিজ্য মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, আমেরিকা একপাক্ষিকভাবে শুল্ক বাড়াচ্ছে তাতে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘিত হয়।

তবে শুল্ক চাপানো নিয়ে রণং দেহি মেজাজ থেকে খানিকটা সরে এসেছেন ট্রাম্প। সোমবার তিনি জানান, কানাডা এবং মেক্সিকোর উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত আপাতত একমাসের জন্য স্থগিত রাখা হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবামের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। কিন্তু চিনের উপর শুল্ক বহাল রয়েছে। তারপরেই আমেরিকাকে পালটা দিয়ে বড়সড় শুল্ক ঘোষণা করে দিল চিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দ্বিতীয়বার কুরসিতে বসেই বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসের উপর ১৫ শতাংশ কর বসানো হয়েছে। তেল এবং কৃষির সরঞ্জামের উপর থাকবে ১০ শতাংশ শুল্ক।
  • শুল্ক চাপানো নিয়ে রণং দেহি মেজাজ থেকে খানিকটা সরে এসেছেন ট্রাম্প।
Advertisement