shono
Advertisement

গালওয়ান উপত্যকা চিনেরই অংশ, ভারতের নয়! ফের হুঙ্কার ড্রাগনের

'ভারত কোনও চুক্তি মানছে না', দাবি চিন শিবিরের। The post গালওয়ান উপত্যকা চিনেরই অংশ, ভারতের নয়! ফের হুঙ্কার ড্রাগনের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:24 PM Jun 17, 2020Updated: 02:24 PM Jun 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড গালওয়ানে। গত প্রায় দেড় মাস ধরে পূর্ব লাদাখ সীমান্তে চিনা সেনা (PLA) যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছি, তার উদ্দেশ্য বোঝা গেল মঙ্গলবার। চিনের দাবি, গালওয়ান উপত্যকার সার্বভৌমত্বের উপর একচ্ছত্র অধিকার চিনের। ভারতের কোনও অধিকার নেই। সোমবারের সংঘর্ষের পর চিনের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ভারত গালওয়ানে জোর করে ঢোকার চেষ্টা করছে। কিন্তু এটা আসলে চিনের এলাকা।

Advertisement

দেড় মাস ধরে গালওয়ান (Galwan Vally) এবং প্যাঙ্গগং লেক (Pangong Tso ) নিয়ে দু’দেশের বিবাদের পর গত ৬ জুন দু’দেশের সেনার লেফটেন্যান্ড জেনারেল পর্যায়ের বৈঠক হয়। সূত্রের খবর, সেই বৈঠকে ঠিক হয় বিতর্কিত গালওয়ান এলাকা এবং প্যাঙ্গগং লেক থেকে দুই দেশই সেনা সরিয়ে নেবে। সেইমতো চিনারা প্যাঙ্গগং লেক থেকে নিজেদের সেনা সরিয়েও নেয়। কিছু সেনা প্রত্যাহার করা হয় গালওয়ানের একাধিক সংঘর্ষের কেন্দ্রবিন্দু থেকে। কিন্তু গালওয়ান থেকে যতটা পিছনে চিনাদের সরার কথা ছিল, তারা ততটা সরেনি। সূত্রের খবর, সেজন্যই সোমবার রাতে ভারতীয় সেনার একটি দল চিনাদের সতর্ক করতে সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে যায়। চিনাদের সেনা সরিয়ে নিজেদের এলাকায় নিয়ে যেতে অনুরোধ করেন ভারতীয় সেনার কম্যান্ডার। কিন্তু চিনারা তা মানতে চায়নি। তারা পালটা দাবি করে, গালওয়ান তাদেরই এলাকা। বরং ভারত জোর করে তাঁদের এলাকায় চলে এসেছে। তারপরই ভারতীয় সেনাবাহিনীর উপর চড়াও হয় চিনা সেনা। শুরু হয় সংঘর্ষ।

[আরও পড়ুন: ‘এনাফ ইজ এনাফ, প্রধানমন্ত্রী এখনও চুপ কেন?’ লাদাখ ইস্যুতে মোদিকে প্রশ্ন রাহুলের]

সংঘর্ষের পর মঙ্গলবার চিনের পিপলস লিবারেশন আর্মির তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “ভারত নিজেদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছে। গালওয়ান উপত্যকার সার্বভৌমত্বের অধিকার চিরকালই বেজিংয়ের দখলে ছিল। গত ১৫ জুন দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে বৈঠকে গালওয়ান নিয়ে সিদ্ধান্ত হওয়ার পরও গুরুতরভাবে প্রটোকল এবং চুক্তিভঙ্গ করেছে ভারত।” এখন প্রশ্ন হল কীসের ভিত্তিতে চিন গালওয়ানের অধিকার দাবি করছ?  এ বিষয়ে ভারত এখনও পালটা কোনও প্রতিক্রিয়া দেয়নি। 

The post গালওয়ান উপত্যকা চিনেরই অংশ, ভারতের নয়! ফের হুঙ্কার ড্রাগনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement