সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জেলেনস্কি অনেক বৃহৎ ও অনেক বেশি শক্তিশালী একটি পক্ষের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।" মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, রাশিয়ার সঙ্গে একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধ এড়াতে পারতেন জেলেনস্কি।
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া কয়েক লক্ষ। বহু গ্রাম, নগর জনশূন্য মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ফক্স নিউজের সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্টের দাবি করেছেন, যুদ্ধ রুখতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করাই যেত। তিনি বলেন, "আমি খুব সহজেই এই চুক্তি করাতে পারতাম। যদিও জেলেনস্কি সিদ্ধান্ত নিয়েছিলেন 'আমি লড়াই করব'।" ট্রাম্প মনে করেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পালটা হামলার সিদ্ধান্ত ভুল ছিল। উল্লেখ্য, জেলেনস্কির প্রতি বাইডেনের পরামর্শ ছিল ট্রাম্পের সম্পূর্ণ বিপরীত। বাইডেন ইউক্রেনের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছিলেন। পুতিনের আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপও করেছিলেন।
যুদ্ধের জন্য জেলেনস্কিকে দায়ী করলেও রাশিয়াকেও একহাত নিয়েছেন ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প জানান, রাশিয়া যদি শীঘ্রই এই যুদ্ধের মীমাংসা না করে তাহলে রাশিয়ার উপর বড় শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা। গত সেপ্টেম্বরে জেলনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে শেষে তিনি বলেছিলেন, দুপক্ষের ভালোর জন্য কাজ করতে চাই। এরপরই ঐতিহাসিক 'নভেম্বর বিপ্লব'। নির্বাচনে জেতেন ট্রাম্প। বর্তমানে ধীরে ধীরে বাঁক নিচ্ছে একাধিক সমীকরণ। এর মধ্যে অন্যতম ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এদিকে দ্য গার্ডিয়ান সূত্রে খবর, ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।