shono
Advertisement
Canada

কানাডায় রথযাত্রায় ভক্তদের লক্ষ্য করে ছোড়া হল ডিম! ‘জঘন্য আচরণ’, প্রতিক্রিয়া বিদেশমন্ত্রকের

খবরটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 09:29 PM Jul 14, 2025Updated: 11:05 PM Jul 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডায় রথযাত্রা উদযাপনের সময় ভক্তদের উপর হামলা! তাঁদের লক্ষ্য করে ছোড়া হল ডিম। খবরটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। ঘটনাটির কড়া নিন্দা জানিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এই ধরণের জঘন্য আচরণ খুবই দুঃখজনক। সামাজিক সম্প্রীতিতে আঘাত।”

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমে এই সংক্রান্ত একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, কানাডার অন্যতম বড় শহর টরন্টোর রাস্তায় রথযাত্রা উপলক্ষে একটি শোভাযাত্রা বেরিয়েছে। আনন্দে মেতেছেন ভক্তরা। জগন্নাথ দেবের উদ্দেশে দেওয়া হচ্ছে জয়ধ্বনি। বাজছে গানও। সেই সময় আচমকা তাঁদের দিকে উড়ে আসে একের পর এক কাঁচা ডিম। তারপরই সেখানে উত্তেজনা তৈরি হয়। সূত্রের খবর, নিকটবর্তী একটি বাড়ির ছাদ থেকে ডিমগুলি ছোড়া হয়।কিন্তু কে বা কারা এই হামলা চালাল, তা এখনও জানা যায়নি। সেদেশের পুলিশের তরফেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে খবর।

ঘটনার কড়া নিন্দা জানিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “উৎসব চলাকালীন হামলা চালানো হয়েছে। এই ধরণের জঘন্য আচরণ খুবই দুঃখজনক। সামাজিক সম্প্রীতিতে আঘাত। আমরা দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছি।” তিনি আরও বলেন, “আমরা আশা করি কানাডা সরকার সেদেশে মানুষের ধর্মীয় অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।” ঘটনার নিন্দা করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়কও। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, 'কানাডায় রথযাত্রায় ভক্তদের উপর এই হামলার ঘটনায় আমি মর্মাহত। প্রভু জগন্নাথ দেবকে অপমান করা হয়েছে। এটি ওড়িশার মানুষজনের কাছেও বেদনার কারণ।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কানাডায় রথযাত্রা উদযাপনের সময় ভক্তদের উপর হামলা! তাঁদের লক্ষ্য করে ছোড়া হল ডিম।
  • ঘটনাটির কড়া নিন্দা জানিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এই ধরণের জঘন্য আচরণ খুবই দুঃখজনক। সামাজিক সম্প্রীতিতে আঘাত।”
Advertisement