shono
Advertisement
Elon Musk

সঙ্গী 'আধা-ভারতীয়', সন্তানের নাম শেখর! মাস্কের 'ভারত-প্রেম' দেখে থ নেটদুনিয়া

কেন ছেলের নাম শেখর রাখলেন বিশ্বের ধনীতম ব্যক্তি?
Published By: Anwesha AdhikaryPosted: 09:48 AM Dec 01, 2025Updated: 01:13 PM Dec 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের ধনীতম ব্যক্তি। সেই এলন মাস্কের (Elon Musk) সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ভারত! এক পডকাস্টে এসে এমনটাই জানালেন টেসলা কর্তা। ভারতের সঙ্গে মাস্কের এতটাই যোগ যে নিজের ছেলের নামও রেখেছেন 'শেখর'। নোবেলজয়ী ইন্দো-মার্কিন মহাকাশবিজ্ঞানী সুব্র্যাহ্মণ চন্দ্রশেখরের নাম অনুসারে এই নামকরণ বলেই জানিয়েছেন মাস্ক।

Advertisement

ঠিক কীভাবে ভারতের সঙ্গে জড়িয়ে রয়েছেন মাস্ক? একটি পডকাস্টে তিনি বলেন, "অনেকেই হয়তো জানেন না, আমার পার্টনার শিভন জিলিস অর্ধেকটা ভারতীয়। ওর সঙ্গে আমার যে সন্তান রয়েছে, তাদের মধ্যে একজনের নাম রেখেছি শেখর। নোবেলজয়ী ইন্দো-মার্কিন মহাকাশবিজ্ঞানী সুব্র্যাহ্মণ চন্দ্রশেখরের নাম অনুসারে। আমার ছেলের মধ্যনাম শেখর।" উল্লেখ্য, ১৯৮৩ সালে নোবেল জিতেছিলেন ইন্দো-মার্কিন মহাকাশবিজ্ঞানী সুব্র্যাহ্মণ চন্দ্রশেখর।

ওই পডকাস্টেই মাস্ক জানান, তাঁর সঙ্গী শিভনের সঙ্গে ভারতের যোগ রয়েছে। শিভনের বেড়ে ওঠা কানাডায়। তবে যাঁদের কাছে শিভন বড় হয়েছেন, তাঁরা জন্মদাতা বাবা-মা নন। শিভনের জন্মের পর তাঁকে দত্তক নেওয়ার জন্য দিয়ে দেন তাঁর বাবা-মা। সেই জন্মদাতা বাবা সম্ভবত এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসাবে আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিলেন। সেখান থেকেই শিভনের ভারত যোগ। সঙ্গীর অতীত নিয়ে সেভাবে বিস্তারিত কিছু বলতে চাননি মাস্ক। তবে ওই পডকাস্টেই মাস্ক বলেন, "আমার সঙ্গী আধা ভারতীয়। যাঁরা ভারত থেকে আমেরিকায় গিয়েছেন, তাঁদের অবদানে আমেরিকা যথেষ্ট উপকৃত হয়েছে।"

উল্লেখ্য, সবমিলিয়ে এখনও পর্যন্ত ১৪ জন সন্তানের জন্ম দিয়েছেন মাস্ক। চার মহিলার গর্ভে জন্ম নিয়েছে টেসলা কর্তার সন্তানরা। যদিও অসমর্থিত সূত্রের খবর, বাস্তবে মাস্কের সন্তানের সংখ্যা অনেক বেশি। জাপানের এক উচ্চপদস্থ মহিলাকেও নিজের বীর্য দান করেছেন টেসলা কর্তা। জাপান প্রশাসনের অনুরোধেই নাকি এমনটা হয়েছে। তবে মাস্কের চার সন্তানের মা শিভন জিলিসকে সবসময়ে বাড়তি গুরুত্ব দেওয়া হয়ে থাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একটি পডকাস্টে তিনি বলেন, "অনেকেই হয়তো জানেন না, আমার পার্টনার শিভন জিলিস অর্ধেকটা ভারতীয়।
  • মাস্ক জানান, তাঁর সঙ্গী শিভনের সঙ্গে ভারতের যোগ রয়েছে। শিভনের বেড়ে ওঠা কানাডায়।
  • সবমিলিয়ে এখনও পর্যন্ত ১৪ জন সন্তানের জন্ম দিয়েছেন মাস্ক। চার মহিলার গর্ভে জন্ম নিয়েছে টেসলা কর্তার সন্তানরা।
Advertisement