shono
Advertisement
Giorgia Meloni

'চোখে চোখে...' জি৭ বৈঠকের ফাঁকে ম্যাক্রোঁর দিকে তাকিয়ে কী বলতে চাইলেন মেলোনি?

ভাইরাল হয়ে গিয়েছে সেই মুহূর্তের ভিডিও।
Published By: Biswadip DeyPosted: 07:43 PM Jun 17, 2025Updated: 07:43 PM Jun 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু'জনে কথা বলছেন কানে কানে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এহেন কথোপকথনের ভিডিও ভাইরাল। জি৭ বৈঠকের ফাঁকেই দেখা গেল এই দৃশ্য। আর সেই ভিডিওতেই মেলোনির ম্যাক্রোঁর দিকে কটাক্ষ হানার মুহূর্তটি ঘিরেই শোরগোল।

Advertisement

কানাডায় শুরু হয়েছে ৫১তম জি৭ বৈঠক। আর সেখানেই বক্তব্য রাখছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখা যায়, সেই সময়ই মেলোনির একেবারে কানের কাছে মুখ এনে কথা বলছেন ম্যাক্রোঁ। আর সেকথা শুনে বুড়ো আঙুল দেখাতে দেখা যায় ইটালির প্রধানমন্ত্রীকে। তারপর ম্যাক্রোঁ একটু সরে গেলে তিনি চোখ তুলে তাকান। এই দৃষ্টি নিয়েই জল্পনা। অনেকে এতে মোহাবিষ্টের ভঙ্গি খুঁজে পেলেও অনেকেরই মতে আসলে বিরক্ত হয়ে তাকিয়েছিলেন মেলোনি। যা দেখে অনেকের মত, মেলোনি যেন বলতে চাইছেন, ম্যাক্রোঁ যা বলতে চাইছেন সেটা তাঁর কাছে অভাবনীয়।

উল্লেখ্য, মেলোনির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। তাঁর সঙ্গে সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন মোদি। তাঁদের এই ফ্রেম সোশাল মিডিয়ায় #Melodi নামে ছেয়ে যেতে দেখা গিয়েছে। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে যথেষ্ট সুসম্পর্কও রয়েছে। উদারপন্থীদের আক্রমণের পালটা দিয়ে মোদির পাশে দাঁড়ান মেলোনি।

সোমবার থেকে কানাডার কানানাস্কিসে শুরু হয়েছে চলতি বছরের G-7 বৈঠকে। ৭ দেশের এই জোটে গত কয়েক বছর ধরে বিশেষভাবে আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, ১৯৯৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এই সংগঠনকে জি-৮ সংগঠন নামে জানা যেত। তখন এই সংগঠনের প্রধান সদস্য ছিল রাশিয়া। তবে ২০১৪ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ও ক্রিমিয়া দখলের পর এই সংগঠন থেকে সরিয়ে দেওয়া হয় রাশিয়াকে। বর্তমানে এই সংগঠনের সদস্য দেশগুলি হল কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান, জার্মানি, আমেরিকা ও ব্রিটেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দু'জনে কথা বলছেন কানে কানে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এহেন কথোপকথনের ভিডিও ভাইরাল।
  • জি৭ বৈঠকের ফাঁকেই দেখা গেল এই দৃশ্য।
  • আর সেই ভিডিওতেই মেলোনির ম্যাক্রোঁর দিকে কটাক্ষ হানার মুহূর্তটি ঘিরেই শোরগোল।
Advertisement