শ্বশুর হুমকি দেন, ভারতকে উড়িয়ে দেবেন। কিন্তু বিয়ের সাজে ভারতীয় ডিজাইনারের পোশাক বেছে নিলেন বউমা! সব মিলিয়ে নাতির বিয়েতে তুমুল কটাক্ষের শিকার হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (Nawaz Sharif)। দিনকয়েক আগে নিকাহ করেছেন নওয়াজের নাতি জুনেইদ সাফদার। তখনই দেখা যায়, নওয়াজের নাতবউ শানজেহ আলি রোহেলের পরনে রয়েছে দুই বিখ্যাত ডিজাইনার- সব্যসাচী এবং তরুণ তাহিলিয়ানির তৈরি লেহেঙ্গা।
গত বছর পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুরের পর থেকে ভারত-পাক সম্পর্ক একেবারে তলানিতে। দুই দেশের মধ্যে চলছে উত্তপ্ত বাক্যবিনিময়। নানা ইস্যুতে কূটনৈতিক চাপানউতোর চলছে। পাকিস্তানের নেতা-মন্ত্রীরা বারবার ভারতবিদ্বেষী মন্তব্য করেছেন। দুই দেশের শত্রুতার আঁচ এসে পড়েছে খেলার মাঠেও। পহেলগাঁওয়ের ঘটনার পর সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে বেশকিছু পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। স্থগিত করা হয়েছে সিন্ধু জলচুক্তি। পালটা দিয়ে দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ, শিমলা শান্তিচুক্তি বাতিল-সহ আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।
কিন্তু পাকিস্তানের এমন ভারতবিদ্বেষের মধ্যেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরিবারের নতুন সদস্য বেছে নিলেন ভারতীয় ডিজাইনারকে। মেহেন্দি উপলক্ষে সব্যসাচীর ডিজাইন করা লাল রঙের লেহেঙ্গায় সেজেছিলেন নববধূ সানজেহ। আর নিকাহর সময়ে নওয়াজ-শাহবাজের নাতবউয়ের পরনে ছিল নানা রঙের মিশেলে তৈরি ঝলমলে লেহেঙ্গা, যা ডিজাইন করেছেন তরুণ তাহিলিয়ানি। দু'টি লেহেঙ্গার ছবি ভাইরাল হতেই ভারত-পাকিস্তান দুই দেশের নেটিজেনরাই কটাক্ষ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজকে।
পাক জনতার প্রশ্ন, পাকিস্তানি ডিজাইনারদের পোশাক বাদ দিয়ে কেন ভারতীয়দের তৈরি লেহেঙ্গা বেছে নিলেন প্রধানমন্ত্রীর নাতবউ? অন্যদিকে ভারতীয়দের খোঁচা, ভারতকে ওড়ানোর হুমকি দিয়ে শেষে কিনা ভারতীয়দের পোশাকই কিনতে হল? উল্লেখ্য, নওয়াজের কন্যা তথা পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়মের পুত্র জুনেইদের এটি দ্বিতীয় নিকাহ। এর আগে ২০২১ সালে তাঁর বিবাহ হয়। কিন্তু দু'বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। ফের নিকাহ করতে গিয়েই প্রবল সমালোচনার মুখে পড়লেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি।
