shono
Advertisement

Breaking News

Imran Khan

প্রাণে না মারলেও জেলে অকথ্য নির্যাতন! ইমরানের সঙ্গে দেখা করে মুনিরকে তুলোধোনা বোনের

Published By: Anwesha AdhikaryPosted: 05:31 PM Dec 02, 2025Updated: 09:23 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে জেলবন্দি ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন বোন উজমা খান। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন উজমা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইমরানের বোন বলেন, জেলে প্রবল মানসিক নির্যাতন করা হচ্ছে তাঁর দাদাকে। পাক সংবাদপত্র দ্য় ডন সূত্রে খবর, আদিয়ালা জেলে বেশ কয়েকজন পিটিআই সমর্থককে সঙ্গে নিয়ে ইমরানের সঙ্গে দেখা করেছেন তাঁর বোন। 

Advertisement

গত ২৫ দিন ধরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে পায়নি পাকিস্তানবাসী। তিনি কেমন আছেন, আদৌ বেঁচে রয়েছেন কিনা, সেই নিয়ে প্রশ্ন তৈরি হয় জনমানসে। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার কার্যত আলটিমেটাম দেন ইমরানের দল পিটিআই সদস্য-সমর্থকরা। ইসলামাবাদ হাই কোর্ট ও আদিয়ালা জেলের বাইরে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তারা। ইমরানের সঙ্গে দেখা না হলে জেল ভেঙে ফেলার পথে হাটবে পিটিআই সমর্থকরা, এমনটাও শোনা গিয়েছিল।

এহেন পরিস্থিতিতেই মঙ্গলবার দুপুরের দিকে ইমরানের বোন উজমাকে দেখা করার অনুমতি দেয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ। বিকেলেই ইমরানের সঙ্গে সাক্ষাৎ হয় উজমার। উল্লেখ্য, মঙ্গলবারই ইমরানপুত্র কাশিম জানান, "”বাবা নিরাপদে আছেন কিনা, আহত হয়েছেন কিংবা আদৌ বেঁচে আছেন কিনা এটা জানতে না পারা এক প্রবল মানসিক অত্যাচার। ওঁর সম্পর্কে কিছুই জানতে পারছি না। আমাদের সবচেয়ে বড় ভয়, অপরিবর্তনশীল কিছু আমাদের থেকে লুকনো হচ্ছে কিনা।”

ইমরানের সঙ্গে দেখা করে কিছুটা আশ্বস্ত বোন উজমা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "দাদা ঠিক আছে। তবে মানসিক নির্যাতন করা হচ্ছে ওকে। সারাদিন ওকে বন্ধ করে রাখা হয়ে একটা কুঠরিতে। কারোওর সঙ্গে কথা বলতে দেওয়া হয় না।" পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের প্রতিও ক্ষোভ উগরে দিয়েছেন ইমরান। মুনিরকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বোনের কাছে। তবে পিটিআই সমর্থকদের মধ্যে স্বস্তি, জীবিত রয়েছেন তাঁদের প্রিয় নেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ২৫ দিন ধরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে পায়নি পাকিস্তানবাসী। তিনি কেমন আছেন, আদৌ বেঁচে রয়েছেন কিনা, সেই নিয়ে প্রশ্ন তৈরি হয় জনমানসে।
  • মঙ্গলবার দুপুরের দিকে ইমরানের বোন উজমাকে দেখা করার অনুমতি দেয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ।
  • পিটিআই সমর্থকদের মধ্যে স্বস্তি, জীবিত রয়েছেন তাঁদের প্রিয় নেতা।
Advertisement